Mobile Recharge – গরীব মানুষের কথা ভেবে, মোবাইল রিচার্জের দাম নিয়ে বিরাট সুখবর।

মন খুলে আনলিমিটেড কথা বলুন, নামমাত্র Mobile Recharge এ ডেটা পান অফুরন্ত, আগামী ১ বছরের মধ্যে এতটুকু দাম বাড়ছে না রিচার্জ প্ল‍্যানের, বিরাট ঘোষণা।
দেশের সাধারণ নির্বাচন (General Election) ২০২৪ সালে। আর তার আগেই Mobile Recharge নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল দেশের তিনটি বৃহৎ টেলিকম কোম্পানি (Telecom Company) আগামী ১ বছর সময় পর্যন্ত তাদের কোনো রিচার্জ প্ল্যান এর ট্যারিফ বৃদ্ধি করবে না তারা।

Airtel VI Jio Mobile Recharge:

এয়ারটেল ভোডাফোন আইডিয়া এবং রিলায়েন্স জিও (Airtel VI Jio) সিদ্ধান্ত নিয়েছে, আগামী ১ বছর অর্থাৎ ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত ট্যারিফ বা শুল্ক বা Mobile Recharge এর দাম বাড়াবে না। লোকসভা নির্বাচনের দিকে তাকিয়েই Jio, Airtel এবং VI কোনো রিচার্জ প্ল‍্যানের টারিফ বৃদ্ধি করবে না বলে জানিয়ে দিয়েছে। এই খবর একটি রিপোর্টে দাবি করা হয়েছে।

দেশ জুড়ে 5G Network লঞ্চ করেছে টেলিকম সংস্থাগুলি। 4G পরিষেবার খরচেই 5G পরিষেবা বিস্তার করার প্রক্রিয়া চালাচ্ছে টেলিকম কোম্পানি। আর তাই বিনিয়োগের পরিমাণ বাড়তে চলেছে। সেই কারণেই শোনা যাচ্ছিল, VI, Airtel এবং Jio তাদের সমস্ত রিচার্জ প্ল‍্যানের Mobile Recharge Tariff বৃদ্ধি করতে পারে। তা না বৃদ্ধি করলে 5G পরিষেবা দেশজুড়ে বিস্তার ঘটাতে পারবে না তারা। ২০২১ সালে শেষবার টেলিকম কোম্পানিগুলি তাদের রিচার্জ ট্যারিফ বৃদ্ধি করেছিল।

রিপোর্ট অনুযায়ী খবর ঠিক হলে, ২০২৪ সালের শেষের দিকে ছাড়া Mobile Recharge Tariff বৃদ্ধি করতে পারবেনা তারা। 5G পরিষেবার অপারেশন কস্ট এবং অন্যান্য যাবতীয় খরচ যথেষ্ট ব্যয়বহুল হচ্ছে। আর সেই কারণে দেশজুড়ে ফাইভ-জি পরিষেবা পুরোপুরি দিতে গেলে বিনিয়োগ বাড়াতে হবে টেলিকম কোম্পানিগুলোকে। তাই VI, Airtel এবং Jio ফের তাদের রিচার্জ প্ল‍্যানের দাম বৃদ্ধি করবে বলে শোনা যাচ্ছিল। কিন্তু এখন জানা যাচ্ছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তারা রিচার্জ প্ল‍্যানের Tariff বাড়াচ্ছে না।

রান্নার গ্যাসের দাম 200 টাকা কমালো সরকার, 10 কোটি পরিবার পাবে এই সুবিধা।

তার কারণ, যেভাবে সমস্ত জিনিসের মূল্যবৃদ্ধি লাগামছাড়া, তার উপরে বারেবারেই রিচার্জ প্ল্যান এর দাম বেড়ে যাচ্ছে, যার ফলে মানুষ নাজেহাল, তাই লোকসভা নির্বাচনের আগে ফের একবার যদি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যান এর দাম বাড়ায়, তাহলে তার যথেষ্ট প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর। আর সেই কারণেই এই মুহূর্তে টেলিকম সংস্থাগুলো শুল্ক বৃদ্ধির পথে হাঁটছে না।

তার বদলে রিচার্জ প্ল‍্যানের বেশ কিছু পরিবর্তন করেছে Airtel. এন্ট্রি লেভেল রিচার্জ প্ল্যান ৯৯ টাকার অফার বন্ধ করে দিয়েছে এয়ারটেল। তার বদলে ১৫৫ টাকার নতুন Base Plan নিয়ে এসেছে। ঠিক একইভাবে Jio এবং VI এই পথে হেটে পরোক্ষভাবে শুল্ক বাড়িয়ে মুনাফা বাড়াতে পারে। Mobile Recharge Tariff বৃদ্ধি না হওয়ার ফলে ভারতীয় Tele Company গুলির রেভিনিউ এর পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা এবং এভারেজ রেভিনিউ পার ইউজার (ARPU) দুইই ক্ষতিগ্রস্ত হবে।

এবারের IPL-এ চালু হতে চলেছে নতুন 4 টি বিস্ময়কর নিয়ম, আগে কখনও এমনটা হয় নি।

বিশেষ করে Vodafone Idea-র এক্ষুনি ট্যারিফ বৃদ্ধি করার প্রয়োজন। তার কারণ, প্রতিটি ত্রৈমাসিকে ভোডাফোন আইডিয়ার লোকসান বেড়েই চলেছে। 5G পরিষেবা এর মধ্যে লঞ্চ হয়ে গেলেও এখনো পর্যন্ত এই নয়া পরিষেবার ফায়দা তুলতে পারছে না। 4G পরিষেবার খরচেই 5G নেটওয়ার্ক লঞ্চ হয়। অপারেশন কস্ট এবং অন্যান্য কিছু সম্প্রতি বেড়ে যাওয়ায় বিনিয়োগের পরিমাণ বাড়াতে হবে টেলিকম সংস্থাগুলোকে। আর এক্ষুনি সেই বিনিয়োগ বাড়াতে গেলে ট্যারিফ বৃদ্ধি করতে হবে। আর Mobile Recharge এর দাম বৃদ্ধি যদি করা হয় তাহলে VI, Airtel এবং Jio তাদের রেভিনিউ মার্জিন বাড়াতে পারবে।
Written by Rajib Ghosh.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment