রান্নার গ্যাসের দাম 200 টাকা কমালো সরকার, 10 কোটি পরিবার পাবে এই সুবিধা।

আকাশছোঁয়া রান্নার গ‍্যাসের দাম নিয়ে কেন্দ্রের নয়া পদক্ষেপ। এর ফলে উপকৃত হবেন প্রায় ১০ কোটি গ্রাহক। কি ঘোষণা করলো কেন্দ্র সরকার, জেনে নিন।
রান্নার গ্যাসের দামে ভর্তুকির পরিমাণ ১ বছরের জন্য বাড়িয়ে দেওয়া হলো। কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১ বছরের জন্য এলপিজি সিলিন্ডারের উপরে যে ভর্তুকি তা বৃদ্ধি করা হলো।

কমে গেল রান্নার গ্যাসের দামঃ

তবে এটা মাথায় রাখতে হবে, সমস্ত এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রে এই রান্নার গ্যাসের দাম বা ভর্তুকি লাগু হবে না। শুধুমাত্র যারা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (Pradhan Mantri Ujjawala Yojana) গ্রাহক শুধু তারাই ১ বছরের জন্য প্রতি এলপিজি সিলিন্ডার পিছু ২০০ টাকা করে ভর্তুকি (LPG Subsidy) পাবেন। এই ভর্তুকির টাকা টাকা সরাসরি PMUY গ্রাহকের ব্যাংক একাউন্টে ঢুকে যাবে।

প্রসঙ্গত কেন্দ্রীয় সরকার ২০১৬ সালে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা PMUY চালু করে। দেশের গ্রামীণ, আর্থিকভাবে পিছিয়ে পড়া, গরীব পরিবারের মহিলাদের সম্পূর্ণ বিনামূল্যে এলপিজি সংযোগ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন পদ্ধতিতে রান্না করার লক্ষ্যে সহায়তা দেওয়া শুরু করা হয়। জানা গিয়েছে, ২০১৯- ২০ আর্থিক বছরের তুলনায় ২০২১- ২২ আর্থিক বছরে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্রাহকের সংখ্যা ২০ শতাংশ বেড়েছে।

এক বিবৃতিতে জানানো হয়েছে, যাতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (PMUY) গ্রাহকেরা LPG ব্যবহারে উৎসাহিত হন, সেই কারণেই তাদের ২০০ টাকা করে ভর্তুকি ১ বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন রান্নার পদ্ধতি ব্যবহারের জন্য সরকারের তরফে এই সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে রান্নার গ্যাসের দাম তথা পেট্রোপণ্যের দাম বৃদ্ধি হওয়ার জন্য এলপিজি সিলিন্ডারের ওপরে ২০০ টাকা করে ভর্তুকি ১ বছরের জন্য বাড়ানো হয়েছে।

PMUY গ্রাহকরাই শুধুমাত্র এই ভর্তুকির সুবিধা পাবেন। উপভোক্তার ব্যাংক একাউন্টে (Bank Account) সরাসরি টাকা পৌঁছে যাবে। মন্ত্রীর কথায়, আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম বেড়ে যাওয়ার ফলে যাতে PMUY গ্রাহকেরা এলপিজি সিলিন্ডার ব্যবহারের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন পদ্ধতিতে রান্না করেন, সেই কারণেই তাদের এই সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থ বিষয়ক মন্ত্রকের কমিটির পক্ষ থেকে PMUY গ্রাহকদের জন্য আরও ১ বছর ২০০ টাকা করে ভর্তুকি এলপিজি সিলিন্ডারের উপরে দেওয়া হবে।

আগামী 1 এপ্রিল থেকে বদল যাচ্ছে 9 টি আয়কর নিয়ম, একঝলকে দেখে নিন।

প্রতি বছরে ১৪.২ কেজি এর ১২ টি LPG সিলিন্ডারের ওপরেই ২০০ টাকা করে ভর্তুকি পাবেন PMUY গ্রাহকরা। ২০২২- ২৩ সালে এই ক্ষেত্রে ৬১০০ কোটি টাকা এবং ২০২৩-২৪ সালে ৭৬৮০ কোটি টাকা খরচ করা হবে। এর ফলে দেশের ৯.৬ কোটি গ্রাহক উপকৃত হবেন বলে জানা গিয়েছে। বর্তমানে দেশজুড়ে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম আকাশ ছোঁয়া। অত্যধিক চড়া দামে সাধারণ মানুষকে এলপিজি সিলিন্ডার কিনে কোনো রকমে দিন যাপন করতে হচ্ছে।

এবার ঘরে বসে নতুন বার্থ সার্টিফিকেট আবেদন এবং পুরনো ভুল সংশোধন করার পদ্ধতি জেনে নিন।

সামনেই ২০২৪ সালে দেশ জুড়ে লোকসভা নির্বাচন (Loksabha Election) আর তার আগেই পেট্রোপণের দাম বৃদ্ধির ফলে বিশেষ করে রান্নার গ্যাসের দাম যেভাবে লাগাতার বেড়ে চলেছে, তার প্রভাব যে দেশের অধিকাংশ মানুষের উপরে পড়বে, তা সহজেই স্পষ্ট। আর সেই দিকে লোকসভা নির্বাচনের আগে নজর দিয়েই কেন্দ্রের মোদি সরকার আরো ১ বছরের জন্য PMUY গ্রাহকদের LPG সিলিন্ডারের উপরে ভর্তুকির সময়সীমা বাড়িয়ে দিয়েছে বলেই মনে করা হচ্ছে।
Written by Rajib Ghosh.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment