Gold Price Today – আবার বাড়লো সোনার দাম, কবে আবার কমবে, গ্রাফ থেকে জেনে নিন।

টানা কয়েকদিন সোনার দাম (Gold Price Today, Gold Price drop) কমায় বিয়ের সিজনে স্বস্তি ফিরেছিলো। একধাক্কায় ২৪ ক্যারট সোনার দাম অনেকটাই কমে ৫৬ হাজারে এসে দাড়িয়েছিলো। আবার এই দাম বাড়তে শুরু করেছে, গতকাল কোলকাতায় ২৪ ক্যারট সোনার দর ছিলো ৫৯৪২৫ টাকা। কবে আবার দাম কমবে, সেকথা স্পষ্ট করে বলা না গেলেও গ্রাফ দেখে আন্দাজ করা যায়। তাই আপনার যদি বাজেট সীমিত এবং তাড়া না থাকে তবে দুই একদিন অপেক্ষা করে যান।

বিয়ের সিজন চলছে। আর বিয়ে মানেই যে ধাতু ছাড়া এই শুভ কাজ অসম্পূর্ণ, তা হল সোনা (Gold) দিতেই হবে সোনার অলংকার (Gold Ornaments) এখনো পর্যন্ত দেশজুড়ে যতই পণপ্রথার বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য পেশ করা হোক না কেন, বিয়ের সময় কণেকে সাজিয়ে দেওয়ার জন্য সোনার কোন কোন অলংকার দেওয়া হবে, তা একনজরে পাত্রপক্ষ জেনে নেওয়ার চেষ্টা করে। তবে হ্যাঁ, দিন একটু একটু করে বদলাচ্ছে। সংখ্যায় খুব কম হলেও প্রতিষ্ঠিত মেয়েরা আর পণ দিয়ে, সোনার অলংকার দিয়ে বিয়ের পথে যেতে রাজি নয়।

Gold News, KDM Gold Price, Hallmark Gold Price (সোনার দাম)

তবে সেক্ষেত্রে মেয়েদেরই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হচ্ছে। পুরুষরাও রয়েছে, তবে সংখ্যায় কম। সে যাই হোক, বিয়ের বাজারে সোনার দর (Gold Price Today) কেমন? এই প্রশ্নটা বিয়ের সিজন চলার সময় সকলেই একবার জানার চেষ্টা করেন। সাধারণ মানুষের তো ধরা ছোঁয়ার বাইরে চলে গিয়েছে সোনা। একটা সময় ১০ গ্রাম ২২ ক্যারট সোনার দাম ৫৮ হাজার ৮৪৭ টাকার সর্বোচ্চ দামে পৌঁছে গিয়েছিল। তবে এখন জানা যাচ্ছে, সেখান থেকে ৪০০০ টাকা দাম কমে (Gold Price Today) গিয়েছে। গত সপ্তাহে ১০ গ্রাম সোনার দাম কমবেশি ৫৫ হাজার টাকার নিচে নেমে গিয়েছিল।

Gold Price Today:

সোনার দাম এক নজর একবার দেখে নেওয়া যাক:
গুড রিটার্নসের আপডেট রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতায় ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম (Gold Price Today) ছিল ৫০ হাজার ৯০০ টাকা। এর আগের দিন ১০ গ্রাম সোনার দাম ছিল ৫১ হাজার টাকা। ফলে দাম যে কমছে, সেটা সহজেই বোঝা যাচ্ছে। ২৪ ক‍্যারাট ১০ গ্রাম সোনার দাম কলকাতায় বৃহস্পতিবার ছিল ৫৫ হাজার ৫৩০ টাকা। ঠিক আগের দিন ২৪ ক্যারাট ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৫ হাজার ৬৩০ টাকা। তবে গতকাল থেকে বাড়তে (Gold Price Today) শুরু করেছে।

এবার যদি একবার রুপোর দরের দিকে নজর দেওয়া যায়, সোনার দাম এর সঙ্গে সঙ্গে একই সাথে রুপোর (Silver Rate) দামও অনেকটাই নিচে নেমে গিয়েছে। এদিন ৬১ হাজার ৫৮০ টাকা প্রতি কেজি দামে রুপো বিক্রি হয়েছে। এই রুপো একটা সময়ে সর্বোচ্চ ৭৭ হাজার ৯৪৯ টাকা প্রতি কেজি দামে পৌঁছে গিয়েছিল। ফলে সে ক্ষেত্রে দেখা যাচ্ছে, প্রায় ১৬ হাজার ৫০০ টাকা নিচে নেমে গিয়েছে রুপোর দাম। এক্ষেত্রেও সোনার মতোই গুড রিটার্নস এর আপডেট রিপোর্ট অনুযায়ী, রুপোর দাম প্রতি কেজি ৬৫ হাজার ৪৫০ টাকা হয়েছে। যেটা আগের দিনের তুলনায় কিছুটা হলেও কম।

এবার স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে পারে, হঠাৎ সোনা, রুপোর দাম এতটা ওঠানামা করছে কেন? এক্ষেত্রে পুঁজিবাজার বিশেষজ্ঞদের মত অনুযায়ী, মার্কিন ডলার সূচক বুধবার ১০৫ এর স্তরে ফিরে গিয়েছে। আর সেই একই সূচকে দাঁড়িয়ে রয়েছে বৃহস্পতিবার। এই মার্কিন ডলারের (Dollar) প্রভাবেই সোনা এবং রুপোর দাম যথেষ্ট কমের দিকে রয়েছে। তবে মার্কিন ডলারের সূচক একই জায়গায় ধরে রাখার ফলে অন্য কিছুর তুলনায় অধিকাংশরাই এখানে বিনিয়োগ করায় ভরসা পাচ্ছেন। ফলে এই মূল্যবান ধাতুর চাহিদায় টান পড়ছে।

আজকে লটারিতে টাকা জেতার কিছু সম্ভব্য নম্বর, মিলে গেলে কেল্লাফতে, দেখে নিন।

যেহেতু আবার দাম বাড়তে শুরু করেছে, তাই এখনই সোনা না কেনা ভালো বুদ্ধির পরিচয় হবে। আগামী ৩ দিন পড় আরেকবার সোনার দাম চেক করুন। গ্রাফ নামতে শুরু করলে আরও দুই দিন পর আবার চেক করুন।
এদিকে মার্কিন ডলারের হার বৃদ্ধির ফলেই MCX-এ ভারতে সোনার দাম নিচের দিকে পড়তে শুরু করেছে। তবে মাঝে মাঝে চাহিদা ও বাজারের কারনে সোনার দাম বেড়ে যাচ্ছে, তাই লস এড়াতে হিসেব করে, দিন তারিখ দেখে (Gold Price Today) সোনা কিনুন।।
Written by Rajib Ghosh.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment