আবাস যোজনা বা PM Awas Yojana তে নতুন সমস্যা, স্ট্যাটাসে বিরাট বদল, তাহলে কি টাকা পাবেন না? প্রশ্ন উঠছে। যাদের এখনও টাকা ঢোকেনি কিম্বা নতুন লিস্ট প্রকাশের জন্য অপেক্ষা করছেন, কিম্বা আপনার আবেদনের স্ট্যাটাস জানেন না। তাদের জন্য গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটি। তাই নিজে পড়ুন ও অন্যকে শেয়ার করুন।
PM Awas Yojana Status New List:
দেশের যে সমস্ত মানুষের মাথা গোজার ঠাই নেই, তাদের মাথার উপরে ছাদ তৈরি করার লক্ষ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনা (PM Awas Yojana) প্রকল্পটি চালু করা হয়। এই প্রকল্পের মাধ্যমে দেশের গৃহহীন মানুষকে বাড়ি তৈরি করার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে আবাস যোজনাকে কেন্দ্র করে বহু জলঘোলা হয়েছে। কেন্দ্রীয় সরকার আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে বহু শর্ত চাপিয়ে দেয় রাজ্য সরকারের উপরে।
দীর্ঘদিন ধরে আবাস যোজনায় কেন্দ্রীয় বরাদ্দের টাকা বন্ধ করে দেওয়া হয়। তারপরে রাজ্য সরকার সরকারি আমলা এবং অফিসারদের উপরে আবাস যোজনার সার্ভে করার দায়িত্ব দেয়। সেই সার্ভের রিপোর্ট জমা পড়ার পর আবাস যোজনার ন্যায্য উপভোক্তাদের তালিকা (PM Awas Yojana Beneficiary) তৈরি করে কাজ সম্পন্ন করা হয়েছে। কিন্তু তবুও এখনো পর্যন্ত কেন্দ্রীয় বরাদ্দ অনুযায়ী টাকা রাজ্য সরকার পায়নি। ফলে আবাস যোজনার প্রকল্পে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি তৈরি করা নিয়ে এর মধ্যেই বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে।
আর এই পরিস্থিতিতে আবার নতুন একটি সমস্যা দেখা যাচ্ছে, যে সমস্ত ব্যক্তিরা আবাস যোজনার অধীনে আবেদন করেছিলেন তাদের স্ট্যাটাস চেক করতে গেলেই দেখা যাচ্ছে Pending with PFMS লেখা আসছে। যার ফলে উপভোক্তাদের মধ্যে চিন্তাভাবনা শুরু হয়েছে। তাহলে তারা কি আদৌ আবাস যোজনার টাকা পাবেন না? কেন্দ্রীয় সরকার কি তাদের জন্য আবাস যোজনার টাকা অনুমোদন করবে না? আবার এর আগে স্ট্যাটাস দেখা গেলেও এখন আর দেখা যাচ্ছে না। তাহলে কি নাম আবার বাতিল হলো? এমন অনেক কমেন্ট এসেছে আমাদের কাছে।
যাদের আবাস যোজনার অধীনে নাম নথিভুক্ত ছিল এবং Account Status Verified হয়ে গিয়েছিল, এখন আবার স্ট্যাটাস চেক করতে গেলেই দেখা যাচ্ছে সেই স্ট্যাটাসের পরিবর্তন হয়েছে। সেখানে উঠে আসছে Pending with PFMS লেখা কথা। ফলে জল্পনা আরো জোরালো হয়েছে।
এই সমস্ত ব্যক্তিদের Beneficiary Details রেজিস্ট্রেশন নম্বর এর মাধ্যমে চেক করতে গেলে একাউন্ট স্ট্যাটাসে দেখাচ্ছে, Frozen by Not Send to PFMS. তাহলে একবার যাদের নাম উঠেছে তাদের কি আবার বাতিল হয়ে গেল?
বাড়িতে আছে এই পুরনো কয়েন, তাহলে আপনি ধনী হতে আর হাত দুই দূরে।
তবে সূত্র মারফত জানা যাচ্ছে, PM Awas Yojana এর স্ট্যাটাস নিয়ে চিন্তা করার সেরকম কোনো কারণ নেই। যদি আধার নম্বরের সাথে প্রদত্ত ব্যাংক একাউন্টের লিংক না করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই লেখা উঠে আসতে পারে। পরবর্তীতে যখনই আধার নম্বরের সঙ্গে ব্যাংক একাউন্ট ডিটেলস এর লিংক হয়ে যাবে, তখন ফের এই PM Awas Yojana অ্যাকাউন্ট স্ট্যাটাস ভেরিফাইড দেখাবে। তাই আরেকটু অপেক্ষা করুন। নতুন আপডেট এলে আমরাও নতুন খবর দেব।
তবে এক্ষেত্রে আরেকটি কথা মাথায় রাখতে হবে, যদি কিনা আধার নম্বরের সঙ্গে ব্যাংক একাউন্টের লিংক না হয়, যদি ব্যাংক একাউন্ট রিজেক্ট হয় বা PM Awas Yojana অ্যাকাউন্ট স্ট্যাটাস রিজেক্ট হয়, একই সমস্যা পরবর্তীতে থেকে যায়, তাহলে নিজেকেই এগিয়ে গিয়ে এই সমস্যার সমাধান করতে হবে।
সমস্ত পঞ্চায়েতে এই আধার নম্বরের সঙ্গে আবাস যোজনার এই আপডেট প্রক্রিয়া চলছে। ফলে সমস্যা কোথাও থাকলে সেখানে এখনো পর্যন্ত Pending with PFMS লেখা কথাটি উঠে আসছে। পরবর্তীতে আপডেট হয়ে গেলেই স্ট্যাটাস ভেরিফাইড হয়ে যাবে। সমস্ত প্রদত্ত তথ্য সঠিক থাকলে খুব শিগগির আবাস যোজনার অনুমোদন পেয়ে যাবেন এবং Status Verified দেখাবে।
Written by Rajib Ghosh.