নতুন বাজেটে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের 3% DA (Dearness Allowance) ঘোষণা করে রাজ্য সরকার। রাজ্যের অর্থ দপ্তরের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্য বাজেট অধিবেশনে DA দেওয়ার সুপারিশ করেন। আর সেই সুপারিশ অনুযায়ী পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর ও ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করে। এদিকে রাজ্যের DA নিয়ে একদিকে সুপ্রিমকোর্টে মামলা চলছে, অন্যদিকে রাজ্য সরকারি কর্মীদের যৌথ সংগ্রামী মঞ্চ ডিএ আন্দোলনে সামিল হয়ে অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসেছেন কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ারে।
এমতবস্থায় ডিএ ঘোষণা নিয়ে দ্বিধাবিভক্ত সরকারি কর্মীরা। একদিকে তৃণমূল পন্থী সরকারি কর্মী সংগঠনের কর্তারা উৎসবে মেতেছেন। আর্থিক চরম অবস্থার মধ্যেও DA দেওয়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ দিচ্ছেন। অন্যদিকে 39% এর বদলে 6% ‘ভিক্ষার দান’ নেবেন না, এই স্লোগানে রাজপথ তথা সংবাদ মাধ্যমে আওয়াজ তুলছেন। সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, এই ডিএ তারা চান না। তাদের কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হোক। বঙ্গীয় শিক্ষক শিক্ষা কর্মী সংগঠনের স্বপন মন্ডল এদিন ABP আনন্দের টক শোতে জানান, সরকারি কর্মী ও শিক্ষকদের ডিএ না নেওয়ার অপশন দেওয়া হোক।
DA এর দাবীতে সপ্তাহের মাঝে আবারও কর্মবিরতির ডাক সরকারি কর্মচারিদের।
সুতরাং নতুন ডিএ ঘোষণাতেও আনন্দের বদলে মলিনতাই যেন বেশি চোখে পড়ছে। কর্মীদের দাবী, যেখানে বকেয়া ৩৯%, সেখানে ৩% মেনে নেওয়া যায়না। আর আগের ৩% ডিএ দিয়েছে বাড়িভাড়ার ১৫% কে কমিয়ে ১২% করে ৩% ডিএ হিসাবে দেখানো হয়েছে। বাড়িভাড়া কি কখনও কমে? তাই এই DA ফিরিয়ে নেওয়ার দাবি তুলছেন কর্মীদের একাংশ।
এক ধাক্কায় দাম পড়ল সোনার, এই সময় কিনে নিন, না হলে পরে আফশোস করবেন।
আদৌ DA ফেরানো যায়?
অন্যদিকে সরকারী কর্মী যৌথ মঞ্চে অনশনে কয়েকজন অসুস্থ হয়েছেন। কর্ম বিরতি চলছে। আগামী ১০ মার্চ সারা বাংলা ধর্মঘট এর ডাক দিয়েছে। আর এই মুহুর্তে রাজ্যের বিজ্ঞপ্তির পর আদৌ কি ডিএ ফিরিয়ে দেওয়া সম্ভব? এই ব্যাপারেও আইনী পরামর্শ চাওয়া হয়েছে। এই ব্যাপারে ডিএ মামলাকারী প্রবীর চ্যাটার্জীর শরণাপন্ন হয়েছেন, সরকারী কর্মীদের একাংশ। আর কর্মীদের একাংশ ডিএ না নিতে চাইলে সেটা কি সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে? এই দাবীর আদৌ কোনও যুক্তি বা আইনী যুক্তি আছে কিনা প্রশ্ন উঠছে।
তাহলে কি ঘোষিত হওয়া ডিএ পাবেন না কর্মীরা? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। মামলা চলাকালীন ফের ডিএ ঘোষণা করা যায়? যদিও কর্মীদের একাংশের মত, মামলা হয়েছে ৫ম বেতন কমিশন নিয়ে, তাই ৬ষ্ঠ বেতন কমিশনে ডিএ ঘোষণা হলে অসুবিধা থাকার কথা নয়। এই ব্যাপারে কি সিদ্ধান্ত হয়, জানতে EK24 News এর সঙ্গে থাকুন। আপডেট আসছে।