রাজ্যের মুকুটে নয়া পালক! Education System এ আবার এগিয়ে বাংলা, গর্বিত বাংলা, সব রাজ্যকে পিছনে ফেলে প্রথম বাংলা।
ভিত মজবুত হলে ইমারত তৈরি করা সম্ভব। আর ঠিক সেভাবেই উচ্চ শিক্ষার (Education System) ইমারত নির্মাণ করতে গেলে প্রাথমিক শিক্ষার (Primary Education System) ভিত মজবুত হওয়া দরকার। আর সেখানেই এবার প্রমাণিত হলো, পশ্চিমবঙ্গের বুনিয়াদি শিক্ষার (Elementary Education) ভিত অন্যান্য সমস্ত রাজ্যের তুলনায় সবচেয়ে বেশি মজবুত। দেশের সমস্ত রাজ্যের মধ্যে বুনিয়াদি শিক্ষায় সব ক্ষেত্রে বিভিন্ন মাপকাঠির নিরিখে পশ্চিমবঙ্গ প্রথম স্থান দখল করেছে।
Education System in West Bengal:
দেশের মধ্যে ১০ বছর বয়সী পড়ুয়াদের অক্ষর এবং সংখ্যা পরিচিতির নিরিখে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। শুধু তাই নয়, শিক্ষার সুযোগ, পড়াশোনার পরিকাঠামো থেকে শুরু করে পড়ুয়াদের স্বাস্থ্য এবং প্রশাসন প্রতিটি ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ অন্যান্য সমস্ত রাজ্যকে পিছনে ফেলে দিয়ে প্রথম স্থানে রয়েছে। প্রধানমন্ত্রীর ইকোনমিক অ্যাডভাইসারি কাউন্সিলের(Economic Advisory Council) চেয়ারম্যান বিবেক দেবরায়ের নেতৃত্বে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমারেসির (Foundational Literacy and Numeracy) যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, সমস্ত রাজ্যকে পিছনে ফেলে প্রথম স্থান দখল করেছে পশ্চিমবঙ্গ। রাজ্যের শিক্ষাগত পরিকাঠামো, প্রশাসন ও শিক্ষকদের পরিশ্রম রাজ্য কে আবারও শিখরে পৌছে দিয়েছে।
রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু টুইটে লিখেছেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুকুটে এটি আরেকটি পালক। গর্বিত বাংলা, গর্বের বিষয়। ফাউন্ডেশনাল লিটারেসি এন্ড নিউমারেসির রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গের প্রাপ্ত মান ১০০র মধ্যে ৫৪.৫৮ সবাইকে পিছনে ফেলে প্রথম। দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। Education System এ তৃতীয় তামিলনাড়ু এবং চতুর্থ স্থানে রাজস্থান। অমিত শাহের রাজ্য গুজরাট অনেকটাই পিছনে চলে গিয়েছে। ষষ্ঠ স্থানে রয়েছে। পড়ুয়াদের স্বাস্থ্যের নিরিখেও প্রাপ্ত মান ৫২ শতাংশের বেশি। শুধু তাই নয়, রাজ্যজুড়ে প্রাথমিক শিক্ষায় পড়াশোনার সুযোগ তৈরীর ক্ষেত্রে পশ্চিমবঙ্গ পেয়েছে ৬৭.৭৫ এক্ষেত্রেও সবার আগেই বাংলা।
আরও পড়ুন, স্বামী বিবেকানন্দ স্কলারশীপে টাকা দেওয়া শুরু হলো, নিজের নাম চেক করেছেন?
রিপোর্ট অনুযায়ী দেখা যাচ্ছে, ৩৬ টি মাপকাঠিকে ৫টি সূচকে ভাগ করে এই মানদন্ড নির্ধারণ করা হয়েছে। দেশের সমস্ত রাজ্যের বুনিয়াদি শিক্ষার সার্বিক চেহারা তুলে ধরার জন্যই এই রিপোর্ট তৈরি করা হয়েছে। সেখানে যে ৫টি সূচকের ওপরে নির্ধারণ করা হয়েছে, তা হলো, শিক্ষার পরিকাঠামো (এদুচাতিওন শ্যস্তেম), লার্নিং আউটকাম (Learning Outcome), শিক্ষার সুযোগ, স্বাস্থ্য এবং প্রশাসন। Education System এর প্রতিটি ক্ষেত্রেই পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে। শুধু তাই নয়, সারা দেশের মধ্যে প্রাথমিক স্তরের পড়ুয়াদের স্বাস্থ্যের নিরিখে পশ্চিমবঙ্গ সবার চেয়ে এগিয়ে রয়েছে।
আর তাৎপর্যপূর্ণভাবে একেবারে পিছনের সারিতে চলে গিয়েছে যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ।রিপোর্টে দেখা যাচ্ছে, বুনিয়াদি শিক্ষায় (Primary Education) পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুলগুলিতে ৫০ শতাংশের উপরে শিক্ষক শিক্ষিকা রয়েছেন। পড়ুয়াদের শিক্ষার সুযোগ দেওয়া থেকে শুরু করে স্বাস্থ্য এবং সার্বিক প্রশাসনের ক্ষেত্রে যথেষ্ট উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে পশ্চিমবঙ্গ। যেটা গর্বের বিষয়। প্রাথমিক শিক্ষার ভিত যদি মজবুত হয়, তাহলে সেখানেই উচ্চশিক্ষার ইমারত নির্মাণ করা সম্ভব।
আরও পড়তে এখানে ক্লিক করুন, নবম ও দশম শ্রেণীর সিলেবাস পরিবর্তন নিয়ে কি চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার, এই বিষয় সম্পর্কে জেনে নিন।
বিজেপি, সিপিআইএম, কংগ্রেসসহ বিরোধী সব রাজনৈতিক দল পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রসঙ্গে বিরোধিতা করলেও এই রিপোর্ট থেকে একটা বিষয় স্পষ্ট, রাজ্যের মুকুটে একের পর এক নতুন পালক বসছে।
রাজ্যের বুনিয়াদি শিক্ষার মত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পশ্চিমবঙ্গের প্রথম স্থান অধিকার প্রমাণ করে দেয়, সরকার সার্বিকভাবে শিক্ষা ব্যবস্থাকে স্বচ্ছতার সঙ্গে যথেষ্ট গুরুত্ব দিয়ে পরিচালনার চেষ্টা করছে। শুধু তাই নয়, যখন রাজ্যজুড়ে বেসরকারি এবং কেন্দ্রীয় বোর্ডের ইংরেজি মাধ্যম স্কুলগুলির রমরমা। আর সেখানে দাঁড়িয়ে রাজ্যের সরকারী স্কুলের পড়ুয়ারা যথেষ্ট ভালো ফল করেছে। আর অতিমারী পরিস্থিতির পরও এই একই ফল বজায় থেকেছে।
মোটা অংকের টাকা খরচ করে আর্থিক সম্পন্ন পরিবারের ছেলেমেয়েরাই সেখানে পড়াশোনা করছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ, নিম্ন মধ্যবিত্ত, দরিদ্র, আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েরা রাজ্য সরকারের প্রাথমিক স্কুলগুলি থেকে উল্লেখযোগ্য ভাবে শিক্ষা গ্রহণ করছে। বাংলার সরকারের কাছে এটি একটি উজ্জ্বল সাফল্য। আর এর পছনে সত্যিই শিক্ষকদের প্রশংসা প্রাপ্য। অন্যদিকে বাংলার শিক্ষার পোর্টালের মাধ্যমে সারা রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে সরকার জেভাবে এক ছাদের তলায় এনে দিয়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এই বিষয়ে আপনার মতামত নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।
Written by Rajib Ghosh.