Madhyamik Life Science Suggestion 2023 PDF Free Download – মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৩ ফ্রী ডাউনলোড

WBBSE Madhyamik Life Science Suggestion 2023 PDF Free Download – লাস্ট মিনিট মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন

WBBSE Madhyamik Life Science Suggestion 2023 PDF on Full Syllabus – ১০০% কমন মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2023 PDF Free Download. মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন।
Topics : WBBSE Madhyamik Life Science suggestion 2022, Get West Bengal Board Of Secondary Education Madhyamik Life Science suggestion 2022.

নীচের প্রশ্নগুলির উত্তর নির্দেশ অনুসারে লেখোঃ
** নীচের বাক্যগুলিকে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থানগুলি পূরন করোঃ
(২.১) অক্সিন হরমোন দ্বারা __ চলন নিয়ন্ত্রিত হয়।
উত্তরঃ ট্রপিক
(২.২) ট্রপিক চলনের অপর নাম __ চলন।
উত্তরঃ দিক-নির্নীত
(২.৩) উদ্ভিদের ক্ষেত্রে প্রধান সমন্বয়কারী হল _
উত্তরঃ হরমোন

(২.৪) নাইট্রোজেনবিহীন একটি হরমোন হল __
উত্তরঃ জিব্বেরেলিন
(২.৫) একটি বৃদ্ধিরোধক গ্যাসীয় উদ্ভিদ হরমোন হল _
উত্তরঃ ইথিলিন
(২.৬) অগ্ন্যাশয়ের আলফা কোশ থেকে ক্ষরিত হরমোনটি হল _
উত্তরঃ গ্লুকাগন
(২.৭) শৈশবে __এর কম ক্ষরনে বামনত্ব রোগ হয়।
উত্তরঃ gh
(২.৮) অ্যাড্রোনাল গ্রন্থির __ অংশ থেকে অ্যাড্রেনালিন ক্ষরিত হয়।
উত্তরঃ মেডালা
EK24 News Madhyamik Life Science Suggestion 2023

(২.৯) প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুপথকে _ বলে।
উত্তরঃ প্রতিবর্ত পথ
(২.১০) কর্নিয়ার ওপরের স্বচ্ছ পাতলা তন্তুময় পর্দাকে _ বলে।
উত্তরঃ কনজাংটিভ
(২.১১) মানুষের উচ্চ মানসিক গুনাবলি নিয়ন্ত্রিত হয় __ দ্বারা।
উত্তরঃ গুরুমস্তিষ্ক
(২.১২) _ পেশির আকৃতি ‘v’ এর মতো।
উত্তরঃ মায়োটম
(২.১৩) _ হল গমনের সময় দেহের ভারসাম্য রক্ষাকারী একটি অঙ্গ।
উত্তরঃ হাত
(২.১৪) কনুই ভাঁজ করলে _ পেশি সংকুচিত হয়।
উত্তরঃ বাইসেপস্‌

** নীচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপন করোঃ
(২.১) সূর্যমুখী ও পদ্মফুলে ফোটোন্যাস্টিক চলন দেখা যায়।
উত্তরঃ সত্য
(২.২) পার্শ্বীয়মূলের তির্যক অভিকর্ষবর্তী চলন দেখা যায়।
উত্তরঃ সত্য
(২.৩) ক্রিয়ার পর হরমোন বিনষ্ট হয়।
উত্তরঃ সত্য
(২.৪) কৃত্রিম হরমোনকে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার-ও বলা হয়।
উত্তরঃ সত্য
(২.৫) ডাবের জলে যে ফাইটোহরমোনটি পাওয়া যায়, সেটি হল সাইটোকাইনিন।
উত্তরঃ সত্য
Madhyamik Life Science Suggestion 2023

(২.৬) একটি বহিঃক্ষরা গ্রন্থি হল স্বেদগ্রন্থি।
উত্তরঃ সত্য
(২.৭) থাইরক্সিনকে ক্যালোরিজেনিক হরমোন বলে।
উত্তরঃ সত্য
(২.৬) প্রোজেস্টেরন ডিম্বাশয়ের পীতগ্রন্থি থেকে ক্ষরিত হয়।
উত্তরঃ সত্য
(২.৭) অ্যাক্সন হল চেষ্টীয় প্রবর্ধক।
উত্তরঃ সত্য

(২.৮) জন্মের সঙ্গে সঙ্গে স্তন্যপানের ইচ্ছা হল একপ্রকার সহজাত প্রতিবর্ত ক্রিয়া।
উত্তরঃ সত্য
(২.৯) পিউপিলের মাধ্যমে চোখে আলো প্রবেশ করে।
উত্তরঃ সত্য
(২.১০) পুচ্ছ পাখনা বা ল্যাজ মাছের গমনের সময় দিক পরিবর্তনে সাহায্য করে।
উত্তরঃ সত্য
(২.১১) সিউডোপোডিয়ার অপর নাম ক্ষণপদ।
উত্তরঃ সত্য
(২.১২) বল ও সকেট সন্ধিতে অস্থি গুলি বিভিন্ন দিকে বিচলনে সক্ষম।
উত্তরঃ সত্য

** একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাওঃ
(২.১) আচার্য জগদীশ চন্দ্র বসুর আবিষ্কৃত সংবেদনশীলতা পরিমাপক যন্ত্রটির নাম কী?
উত্তরঃ ক্রেসকোগ্রাফ যন্ত্র
(২.২) গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম লেখো।
উত্তরঃ ক্ল্যামাইডোমোনাস
(২.৩) হরমোন কথাটির আক্ষরিক অর্থ কি?
উত্তরঃ উত্তেজিত করা বা জাগ্রত করা।
Madhyamik Life Science Suggestion 2023

(২.৪) বিসদৃশ শব্দটি বেছে লেখোঃ
ফাইটোহরমোন, বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থ, রাসায়নিক সমন্বয় সাধন, নিউরোন
উত্তরঃ নিউরোন (নিউরোন ছাড়া বাকিগুলি সম্পর্কযুক্ত)
(২.৫) iaa এর পুরো নামটি কি?
উত্তরঃ ইনডোল অ্যাসিটিক অ্যাসিড
(২.৬) কোন্‌ ধরনের গ্রন্থি থেকে হরমোন নিঃসৃত হয়?
উত্তরঃ অনাল গ্রন্থি

(২.৭) নীচে সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ
প্রোজেস্টিরনঃডিম্বাশয়ঃঃটেস্টোস্টেরনঃ__
উত্তরঃ শুক্রাশয়
(২.৮) কোন্‌ হরমোনের প্রভাবে bmr বাড়ে?
উত্তরঃ থাইরক্সিন
(২.৯) মানবদেহের দীর্ঘতম স্নায়ুর নাম কী?
উত্তরঃ সায়াটিক স্নায়ু
(২.১০) নীচের সম্পর্কযুক্ত শব্দজোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ
ঘ্রানে লালা ক্ষরনঃজন্মগত প্রতিবর্তঃঃশিশুর কথা বলতে শেখাঃ_
উত্তরঃ অর্জিত প্রতিবর্ত
Madhyamik Life Science Suggestion 2023

(২.১১) মস্তিষ্কের মেনিনজেসের প্রদাহজনিত শারীরিক অসুস্থতাকে কী বলে?
উত্তরঃ মেনিনজাইটিস
(২.১২) দুই বা ততোধিক অস্থির সংযোগস্থলকে কী বলে?
উত্তরঃ অস্থিসন্ধি
(২.১৩) নীচের সম্পর্কযুক্ত শব্দ জোড় দেওয়া আছে। প্রথম জোড়টির সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাওঃ
ডেলটয়েড পেশিঃঅ্যাবডাকশনঃঃ ল্যাটিসিমাসডরসি পেশিঃ __
উত্তরঃ অ্যাডাকশন
(২.১৪) পাখির ডানায় পালককে কী বলা হয়?
উত্তরঃ রেমিজেস

বিভাগ ‘গ’
৩. নীচের প্রশ্নগুলির উত্তর দুই-তিনটি বাক্যে লেখোঃ

প্রশ্নঃ ট্যাকটিক চলন বলতে কী বোঝো? উদাহরণ দাও।
উত্তরঃ বহিস্থ উদ্দীপকের প্রভাব সমগ্র উদ্ভিদদেহ বা উদ্ভিদ দেহাংশের যে সামগ্রিক চলন ঘটে, তাকে ট্যাকটিক চলন বলা হয়। যেমন – ফার্ণের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের আকর্ষণে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া।
প্রশ্নঃ চলন বা সঞ্চালন কাকে বলে?
উত্তরঃ যে প্রক্রিয়ায় জীব স্বতঃস্ফুর্তভাবে বা কোনো উদ্দীপকের প্রভাবে দেহের কোনো অংশ বা অঙ্গপ্রত্যঙ্গ সঙ্গালন করে তাকে চলন বা সঞ্চালন বলে।
প্রশ্নঃ ট্রাপিক চলন বা দিকনিণীর্ত চলন কাকে বলে?
উত্তরঃ যে আবিষ্ট বক্রচলন বাহ্যিক উদ্দীপকের উৎস বা গতিপথ অনুসারে ঘটে, তাকে ট্রাপিক বা দিকনির্ণীত চলন বলা হয়।
Madhyamik Life Science Suggestion 2023

প্রশ্নঃ ন্যাস্টিক ব্যাপ্তি চলন কাকে বলে?
উত্তরঃ উন্নত শ্রেণির উদ্ভিদের যে আবিষ্ট ব্রক্রচলন বাহ্যিক উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়, তাকে ন্যাস্টিক বা ব্যাপ্তি চলন বলা হয়।
প্রশ্নঃ প্রাণীদের গমনের দুটি উদ্দেশ্য উল্লেখ করো ।
উত্তরঃ প্রাণীদের গমনের দুটি উদ্দেশ্য হল –
প্রথমত, খাদ্য অন্বেষণের জন্য প্রাণীদের গমন হয়।
দ্বিতীয়ত, বাসস্থান খোঁজার জন্য প্রাণীদের গমন হয়।
প্রশ্নঃ কেমোন্যাস্টিক চলন বলতে কী বোঝো?
উত্তরঃ রাসায়নিক পদার্থের তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের রসস্ফীতিজনিত আবিষ্ট বক্র চলনকে কেমোন্যাস্টিক চলন বলে। যেমন – পতঙ্গের স্পর্শে সূর্যশিশিরের পত্ররোমের চলন।

প্রশ্নঃ সিসমোন্যাস্টিক চলন বলতে কী বোঝো?
উত্তরঃ স্পর্শ উদ্দীপনা বা আঘাতজনিত উদ্দীপনার তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের রসস্ফীতিজনিত আবিষ্ট বক্রচলনকে সিসমোন্যাস্টিক চলন বলা হয়। যেমন – লজ্জাবতীর স্পর্শে মুড়ে যাওয়া।
প্রশ্নঃ চলন ছাড়া গমন সম্ভব নয় কেন?
উত্তরঃ একস্থানে আবদ্ধ থেকে জীবদেহের অঙ্গপ্রত্যঙ্গ সঞ্চালনকে বলে চলন। অপরপক্ষে স্বতঃস্ফূর্তভাবে বা উদ্দীপকের প্রভাবে জীবদেহের অপ্রত্যঙ্গের সঞ্চালনের মাধ্যমে সামগ্রিক স্থান পরিবর্তনকে বলে গমন। অর্থাৎ গমনের জন্য অঙ্গপ্রত্যঙ্গের সঞ্চালনের প্রয়োজন হয় কিন্তু চলনে যেহেতু দেহের সামগ্রিক স্থান পরিবর্তন হয় না, সেইজন্য বলা যেতে পারে চলন ছাড়া গমন সম্ভব নয়।

প্রশ্নঃ ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য লেখো।
উত্তরঃ ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য হল –
প্রথমত, ট্রপিক চলন উদ্দীপকের উৎস বা গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত আর ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
দ্বিতীয়ত, ট্রপিক হরমোন দ্বারা প্রভাবিত হয়, তবে ন্যাস্টিক চলন কোনো প্রকার হরমোনের কোনো প্রভাব নেই।
প্রশ্নঃ ট্যাকটিক চলন ও ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো।
উত্তরঃ ট্যাকটিক চলন ও ন্যাস্টিক চলনের পার্থক্য হল –
প্রথমত, ট্যাকটিক চলন উদ্ভিদের এক প্রকার সামগ্রিক চলন বা গমন আর ন্যাস্টিক চলন উদ্ভিদের বক্রচলন। Madhyamik Life Science Suggestion 2023
দ্বিতীয়ত, ট্যাকটিক চলন উদ্দীপকের গতিপথ বা তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয় কিন্তু ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতা ও স্থায়িত্ব দ্বারা নিয়ন্ত্রিত হয়।

প্রশ্নঃ হরমোন ও উৎসেচকের দুটি পার্থক্য কী?
উত্তরঃ হরমোন ও উৎসেচকের দুটি পার্থক্য হল –
প্রথমত, হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়, কিন্ত উৎসেচক ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় না।
দ্বিতীয়ত, হরমোন অন্তঃক্ষরা কোশ থেকে নিঃসৃত হয়। কিন্তু উৎসেচক বহিঃক্ষরা কোশ থেকে ক্ষরিত।
প্রশ্নঃ হরমোনকে রাসায়নিক দূত বলে কেন?
উত্তরঃ হরমোন কোশে কোশে রাসায়নিক বার্তা বহন করে তাই হরমোনকে রাসায়নিক দূত বলে।

প্রশ্নঃ হরমোনের দুটি কাজ উল্লেখ করো।
উত্তরঃ হরমোনের দুটি কাজ হল –
প্রথমত, হরমোন জীবদেহের বৃদ্ধি নিয়ন্ত্রণ করে।
দ্বিতীয়ত, হরমোন জীবদেহে যৌন লক্ষণ প্রকাশে সাহায্য করে।
প্রশ্নঃ অক্সিনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তরঃ অক্সিনের দুটি বৈশিষ্ট্য হল –
প্রথমত, অক্সিনের প্রবাহ সবসময় মেরুবর্তী।
দ্বিতীয়ত, অক্সিনের ক্রিয়া অন্ধকারে ভালো হয়।
Madhyamik Life Science Suggestion 2023

প্রশ্নঃ সাইটোকাইনিনের দুটি কাজ বা ভূমিকা উল্লেখ করো।
উত্তরঃ সাইটোকাইনিনের দুটি কাজ বা ভূমিকা হল –
প্রথমত, সাইটোকাইনিন অগ্রমুকুলের বৃদ্ধির হ্রাস ঘটিয়ে পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটায়।
দ্বিতীয়ত, পত্রমোচন বিলম্বিত করে এবং ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে।
প্রশ্নঃ জিব্বেরেলিনের প্রধান কাজ কী?
উত্তরঃ জিব্বেরেলিনের প্রধান কাজগুলি হল খর্বাকার উদ্ভিদের বৃদ্ধি, কাক্ষিক মুকুলের পরিস্ফুটন এবং বীজের সুপ্ত অবস্থা ভঙ্গ করতে সাহায্য করা।
প্রশ্নঃ অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? একটি উদাহরণ দাও।
উত্তরঃ যে স্থির ক্ষরিত বস্তু নালিপথের মাধ্যমে বাইরে আসে না, সরাসরি রক্তে মিশে যায়, তাকে অন্তঃক্ষরা বা অনাল গ্রন্থি বলে। যেমন – পিটুইটারি, থাইরয়েড।

প্রশ্নঃ অগ্ন্যাশয়কে মিশ্রগ্রন্থি বলার কারণ কী?
উত্তরঃ অগ্ন্যাশয় সনাল ও অনাল উভয় প্রকার গ্রন্থির সমন্বয়ে গঠিত হওয়ায় একে মিশ্রগ্রন্থি বলা হয়।
প্রশ্নঃ পিটুইটারি গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলে কেন? Madhyamik Life Science Suggestion 2023
উত্তরঃ পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনগুলি দেহের অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির বৃদ্ধি ও ক্ষরণ নিয়ন্ত্রণ করায় একে প্রভুগ্রন্থি বলে। যেমন – থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি করে থাইরক্সিন হরমোন নিঃসরণ নিয়ন্ত্রণ করে। Madhyamik Life Science Suggestion 2023
প্রশ্নঃ হাইপোথ্যালামাসকে প্রভুগ্রন্থির প্রভু বলে কেন?
উত্তরঃ পিটুইটারি থেকে নিঃসৃত হরমোন দেহের অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ নিয়ন্ত্রণ করে বলে একে প্রভুগ্রন্থি বলে। হাইপোথ্যালামাসের নিউরোসিক্রেটরি কোশ ক্ষরিত হরমোনসমূহ পিটুইটারি গ্রন্থি থেকে হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে। এই কারণে হাইপোথ্যালামাসকে প্রভুগ্রন্থির প্রভু বলে।

প্রশ্নঃ খাদ্যলবণ আয়োডিনযুক্ত হওয়া উচিত কেন?
উত্তরঃ প্রাণীদেহে থাইরক্সিন হরমোন সংশ্লেষের জন্য আয়োডিন একান্ত প্রয়োজন। আয়োডিনের অভাবজনিত কারণে থাইরক্সিনের সংশ্লেষ ও ক্ষরণ ব্যাহত হয়। এর ফলে থাইরয়েড গ্রন্থি স্ফীত হয়ে ওঠে এবং সাধারণ গলদন্ড রোগ দেখা যায়। সেই কারণে এই রোগ প্রতিরোধের জন্য খাদ্যলবণ আয়োডিনযুক্ত হওয়া একান্ত আবশ্যক। Madhyamik Life Science Suggestion 2023
প্রশ্নঃ অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বলে কেন?
উত্তরঃ অ্যাড্রিনালিন হরমোন অ্যাড্রেনাল গ্রন্থির মেডালা হতে ক্ষরিত হয় এবং আপৎকালীন বা জরুরিকালীন অবস্থায় (যথা রাগ, ভয়, দুশ্চিন্তা ইত্যাদি) দেহকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। তাই এই হরমোনকে আপৎকালীন হরমোন বলে।

মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন পেতে এখানে ক্লিক করুন

প্রশ্নঃ ইনসুলিনকে উপচিতিমূলক হরমোন বলে কেন?
উত্তরঃ ইনসুলিন গ্লাইকোজেনেসিসের মাধ্যমে যকৃৎ ও পেশিতে গ্লুকোজকে গ্লাইকোজেনরূপে সঞ্চয় করে এবং কলাকোশে ফ্যাটের জারণে বাধা দেয়, সেই কারণে ইনসুলিনকে উপচিতিমূলক হরমোন বলে।
প্রশ্নঃ ফিড ব্যাক নিয়ন্ত্রণ বলতে কী বোঝো? Madhyamik Life Science Suggestion 2023
উত্তরঃ কোনো একটি অন্তঃক্ষরা গ্রন্থির হরমোন ক্ষরণ যখন অন্য কোনো অন্তঃক্ষরা গ্রন্থির হরমোন ক্ষরণের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, একে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলে।
প্রশ্নঃ থাইরক্সিনকে কেন ক্যালোরিজেনিক হরমোন বলে?
উত্তরঃ এই হরমোন কলাকোশে গ্লুকোজের দহন ক্ষমতা বাড়িয়ে অধিক শক্তি উৎপাদন করে bmr বৃদ্ধি করে। তাই একে ক্যালোরিজেনিক হরমোন বলে।

প্রশ্নঃ প্রশ্নঃ স্নায়ুর কাজ কী?
উত্তরঃ স্নায়ুর কাজ হল –
(১) রিসেপটর বা গ্রাহক থেকে উদ্দীপনা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করা।
(২) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে সাড়াকে কারক অঙ্গে প্রেরণ করা।
প্রশ্নঃ স্নায়ুগ্রন্থি কাকে বলে? এর কাজ কী কী?
উত্তরঃ কয়েকটি স্নায়ুকোশের কোশদেহগুলি মিলিত হয়ে যে গ্রন্থি গঠন করে, তাকে স্নায়ুগ্রন্থি বলে। স্নায়ু সৃষ্টি করা এর প্রধান কাজ। Madhyamik Life Science Suggestion 2023
প্রশ্নঃ করপাস ক্যালোসাম কাকে বলে?
উত্তরঃ গুরুমস্তিষ্কের গোলার্ধদ্বয় যে স্নায়ু-যোজক দিয়ে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, তাকে করপাস ক্যালোসাম বলে।

প্রশ্নঃ জন্মগত প্রতিবর্ত কাকে বলে? উদাহরণ দাও।
উত্তরঃ যে সব প্রতিবর্ত পুর্বপুরুষ থেকে প্রাপ্ত এবং কোনো শর্তের অধীন নয়, তাদের জন্মগত প্রতিবর্ত বলে। যেমন- জন্মের সঙ্গে সঙ্গে শিশুর স্তনপানের ইচ্ছা।
প্রশ্নঃ রেটিনা কাকে বলে? এর কাজ কী?
উত্তরঃ অক্ষিগোলকের একেবারে ভিতরের দিকে অবস্থিত স্নায়ুকোশ দিয়ে গঠিত স্তরটিকে রেটিনা বলে। রেটিনাতে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়। EK24 news Madhyamik Life Science Suggestion 2023
প্রশ্নঃ মায়োপিয়া কাকে বলে? কীভাবে এর ত্রুটি দূর করা যায়?
উত্তরঃ যে দৃষ্টিতে দূরের দৃষ্টি ব্যাহত হয়, কিন্তু নিকটের দৃষ্টি ঠিক থাকে তাকে মায়োপিয়া বলে। অবতল লেন্স যুক্ত চশমা ব্যবহার করলে এই ত্রুটি দূর হয়।

প্রশ্নঃ প্রতিবর্ত ক্রিয়ার দুটি উদাহরণ দাও।
উত্তরঃ
(১) চোখে তীব্র আলো পড়লে তারারন্ধ্র সংকুচিত হয়।
(২) খাদ্যের দর্শনে বা ঘ্রাণে লালা নিঃসরণ হওয়া।প্রশ্নঃ প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপ কাকে বলে? এর বিভিন্ন অংশের নাম লেখো। Madhyamik Life Science Suggestion 2023
উত্তরঃ যে পথে প্রতিবর্ত ক্রিয়া সম্পন্ন হয় সেই পথকে অর্থাৎ প্রতিবর্ত ক্রিয়ার পথকে প্রতিবর্ত পথ বা প্রতিবর্ত চাপ বলে। বিভিন্ন অংশ – (১) গ্রাহক (২) অন্তর্বাহী নিউরোন (৩) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্ৰ ও (৪) বহির্বাহী নিউরোন (৫) কারক

MCQ ও বাকি প্রশ্নগুলো উত্তর সহ PDF আকারে দেওয়া আছে। সেগুলো ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment