দেশের ৫টি জনপ্রিয় ব্যাঙ্কগুলির লেনদেন বন্ধের নির্দেশ Reserve Bank এর, আপনার অ্যাকাউন্ট কি আছে?
ব্যাংকিং সিস্টেমের (Banking System) উপর কোনো সমস্যা তৈরি হলে বা কোনো ব্যাংকের বিরুদ্ধে গাফিলতির প্রমাণ মিললে কড়া পদক্ষেপ গ্রহণ করে ভারতীয় রিজার্ভ ব্যাংক বা Reserve Bank of India.
দেশের অন্দরে আর্থিক বিষয়কে সুচারুভাবে চালানোর লক্ষ্যেই আরবিআই একের পর এক পদক্ষেপ গ্রহণ করে। এর আগেও বহু ব্যাংকের বিরুদ্ধে ব্যাংকিং সেক্টরের নিয়ম না মানার কারণে খড়্গহস্ত হয়েছে আরবিআই (RBI) আর এবারও দেখা গিয়েছে, ৫টি ব্যাংকের উপরে কড়া বিধি-নিষেধ জারি করেছে আর বি আই। আর সবচেয়ে বড় কথা হলো এই ব্যাংকে যথেষ্ট পরিমান গ্রাহক রয়েছে। তবে Reserve Bank লাইসেন্স বাতিল করেনি। ৬ মাসের জন্য লেন দেন এ নিষেধাজ্ঞা জারি করেছে।
Reserve Bank of India Guidelines:
এই ৫টি সমবায় ব্যাংকের ওপরে যে বিধি নিষেধ জারি করা হয়েছে, তা আগামী ৬ মাস পর্যন্ত জারি থাকবে। ঋণদাতাদের ক্রমবর্ধমান আর্থিক পরিস্থিতির দিকে লক্ষ্য রেখেই এই ৫টি ব্যাংকের উপরে বিধি নিষেধ জারি করা হয়েছে। তার সঙ্গে RBI এর তরফে নির্দেশে এটাও বলা হয়েছে, Reserve Bank এর (RBI) অনুমতি ছাড়া ব্যাংকগুলো কোনো প্রকার ঋণ (Loan) দিতে পারবে না। শুধু তাই নয়, ব্যাংকগুলো রিজার্ভ ব্যাংকের অনুমতি ছাড়া কোথাও কোনো ধরনের বিনিয়োগও করতে পারবে না।
ব্যাংকের নিজস্ব কোনো সম্পদ হস্তান্তর করা বা নিষ্পত্তি করার আগে রিজার্ভ ব্যাংক থেকে অনুমতি নিতে হবে। ফলে গ্রাহকদের ওপরেও RBI এর এই সিদ্ধান্তের প্রভাব পড়তে চলেছে।
যে ৫টি সমবায় ব্যাংকের (Co-operative Bank) উপরে কড়া বিধি-নিষেধ জারি করা হয়েছে, সেই সমস্ত ব্যাংকে যে সমস্ত গ্রাহকদের একাউন্ট রয়েছে, ফলে তাদের উপরেও আরবিআই এর এই সিদ্ধান্তের প্রভাব পড়বে বলেই মনে করা হচ্ছে।
কোন কোন ব্যাংক রয়েছে তালিকায়ঃ
এবার দেখে নেওয়া যাক, কোন কোন ব্যাংক এই তালিকায় রয়েছে, সেক্ষেত্রে গ্রাহকদের উপরে তার কি রকম প্রভাব পড়তে চলেছে।
এইচসিবিএল সহকারী ব্যাংক (লখনউ),
আদর্শ মহিলা নগরী সহকারী ব্যাংক মর্যাদিত (ঔরঙ্গাবাদ)
এবং কর্নাটকের শিমশা সহকারী ব্যাংক।
এই তিনটি ব্যাংক থেকে গ্রাহকেরা টাকা তুলতে পারবেন না। কারণ সেখানে এই মুহূর্তে ক্যাশ নেই।
উরাভাকোন্ডা কো-অপারেটিভ টাউন ব্যাংক এবং
শঙ্কররাও মোহিত পাটিল সহকারী ব্যাংক।
এই দুটি ব্যাংক থেকে গ্রাহকরা ৫০০০ টাকা পর্যন্ত তুলতে পারেন।
তবে এক্ষেত্রে গ্রাহকদের কোনো চিন্তার কারণ নেই। কারণ আরবিআই গ্রাহকদের মোট ৫ লক্ষ টাকা অবধি স্থায়ী আমানতের গ্যারান্টি দেয়। সেক্ষেত্রে গ্রাহকদের টাকা নিয়ে নিশ্চিন্ত থাকতে বলা হয়েছে। তবে যাদের ৫ লাখ টাকার বেশি একাউন্টে রয়েছে, তাদের চিন্তার কারন রয়েছে।
Written by Rajib Ghosh.
এই সপ্তাহে একাউন্টে ঢুকবে প্রকল্পের 3000 টাকা, লিস্টে নিজের নাম আছে কিনা একবার দেখে