অবশেষে প্রকাশিত হলো ২০২২ সালের Primary TET Result বা TET পরীক্ষার ফল। এই প্রথম এত কম সময়ের ব্যবধানে মাত্র 2 মাসের মধ্যেই রাজ্যে টেট পরীক্ষার ফল ঘোষণা হলো। মোবাইল থেকে এই রেজাল্ট কিভাবে দেখবেন, উত্তরপত্র কিভাবে পাবেন, এক নজরে দেখে নিন।
যখন রাজ্যজুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা চলছে, দুর্নীতির তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, ইডি, একের পর এক শিক্ষা দপ্তরের সঙ্গে যুক্ত আধিকারিকেরা গ্রেপ্তার হয়ে জেলবন্দি, প্রায় প্রতিদিন আদালতের তরফে নিত্য নতুন নির্দেশ আসছে, যত দিন এগোচ্ছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে, রাজ্যজুড়ে এইরকম একটা আবহের মধ্যে ২০২২ সালের ১১ই ডিসেম্বর TET পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা পর্ষদ WBBPE. সেই পরীক্ষা অর্থাৎ Primary TET Result 2022 প্রকাশিত হলো। এই পরীক্ষায় ( TET ) এ প্রথম হয়েছেন বর্ধমানের ইনা সিংহ। দ্বিতীয় হয়েছেন চারজন। দ্বিতীয় হয়েছেন মৌনিশা কুণ্ডু, মেঘনা চক্রবর্তী, দীপিকা রায়, অদিতি বসুরায়।
এক থেকে দশের মধ্যে রয়েছেন ১৭৭ জন। তৃতীয় স্থান অধিকারীর সংখ্যাও ৪ জন।
যেহেতু সাম্প্রতিক সময়ে নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক সেই সময়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে শিক্ষক নিয়োগের জন্য যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা বা TET নেওয়ার সিদ্ধান্ত রীতিমত চ্যালেঞ্জের ছিল। তবে নির্বিঘ্নেই সেই টেট পরীক্ষা সম্পন্ন হয়েছে। ফলে এক কথায় বলতে গেলে, সেই চ্যালেঞ্জের প্রথম ধাপ উতরে গিয়েছে পর্ষদ। এবার Primary TET Result ফলাফল প্রকাশ করে শিক্ষক নিয়োগ নিয়ে আরো তৎপরতা দেখা গেল।
TET পরীক্ষা নেওয়ার সময় পর্ষদের তরফে সভাপতি গৌতম পাল জানিয়েছিলেন, যত শীঘ্র সম্ভব Primary TET Result ফলাফল ঘোষণা করা হবে। সেই সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার TET পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র Answer Key প্রকাশ করেছে পর্ষদ। আর এই চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ হওয়ার এক দিনের মধ্যেই পরীক্ষার্থীদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলো। Primary TET Result প্রকাশিত হলেও অনেকেই রেজাল্ট দেখতে পাচ্ছেন না। তার কারন হচ্ছে, সবাই এক সাথে চেষ্টা করছেন তাই সার্ভার ডাউন হিয়ে গেছে। এই নিচের ডাইরেক্ট লিংকে ক্লিক করে রেজাল্ট দেখতে পাবেন। এই লিংক থেকেও না হলে একটু অপেক্ষা করুন। সার্ভার আপগ্রেড হলে দেখতে পাবেন।
Primary TET Result 2022 Click Here
প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, স্বচ্ছ ভাবে TET পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিটি পরীক্ষার্থীকে উত্তরপত্রের প্রতিলিপি দেওয়া হয়। যাতে পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পরে তারা উত্তরপত্র মিলিয়ে দেখতে পারেন। তবে কোনো পরীক্ষার্থী তার উত্তরপত্রের প্রতিলিপি অন্য কারো হাতে তুলে দিলে তার জন্য দায়ী নয় পর্ষদ।
যুবশ্রী প্রকল্পে আবেদন জানিয়েছিলেন? লিস্টে নাম চেক করার পদ্ধতি এক্ষুনি জেনে নিন।
শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে গত ২২ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরেই গত ১১ই অক্টোবর প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করা হয়। এরপর একের পর এক নিয়োগ দুর্নীতি কাণ্ডে নতুন তথ্য সামনে আসতে থাকে।
আগামীকাল থেকে বেড়ে যাচ্ছে মোবাইল রিচার্জের দাম, ঝটপট আজই অগ্রীম রিচার্জ করুন
গত মাসেই হুগলির জেলা যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা Enforcement Directorate কুন্তলের ফ্ল্যাট থেকে ১৮৯ টি OMR Sheet এবং এডমিট কার্ড উদ্ধার করা হয় বলে ইডির তরফে জানানো হয়েছে। বর্তমানে এরা সকলেই জেল বন্দি। আর নিয়োগ দুর্নীতি কান্ডে যখন তোলপাড় রাজ্য, ঠিক সেই সময়ে টেট পরীক্ষা স্বচ্ছ ভাবে নেওয়াটা পর্ষদের কাছে রীতিমত চ্যালেঞ্জ ছিল। এবার সঠিক সময়ে রেজাল্ট প্রকাশ করে কার্যত সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ পড়লো।
Written by Rajib Ghosh.