বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে পোষ্ট অফিসে বিনিয়োগ সবচেয়ে নিরাপদ পন্থা। আর প্রচলিত Post Office Scheme গুলো যথেষ্ট ভালো রিটার্ন দেয় এবং সেই সাথে নিশ্চিত টাকা পাওয়ার প্রতিশ্রুতি। আর বিগত কয়েক মাসে শুধু সিনিয়র সিটিজেন ই নয়, পোষ্ট অফিসে বিনিয়োগ করছেন কম বয়সীরাও। আর এই মুহুর্তে একটি অন্যতম জনপ্রয় Post Office Scheme এ বিনিয়োগ নিয়ে চিন্তাভাবনা করতে পারেন।
কম বা বেশি যেরকমটা পারবেন, সেরকমভাবেই বিনিয়োগ করবেন। এক অর্থে আপনার যতটা সামর্থ্য ততটাই বিনিয়োগ করতে পারবেন। কোনো বাঁধা ধরা বাধ্যবাধকতা এই Post Office Scheme স্কিমের ক্ষেত্রে নেই। ফলে যথেষ্ট সুবিধাজনক এবং লাভজনক এই স্কিম। বর্তমান সময়ে বিনিয়োগ করা টাকায় যথেষ্ট উচ্চ হারে লাভ করতে হলে এই ধরনের স্কিমে টাকা বিনিয়োগ করা উচিত।
অনেকেই মিউচুয়াল ফান্ড Mutual Fund শেয়ার বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন ধরনের প্রকল্পের কথা ভাবতে থাকেন। তার একটাই মূল কারণ, যাতে একটু বেশি পরিমাণে সুদ (Interest) পাওয়া যায়। কিন্তু সেই সমস্ত প্রকল্পের ক্ষেত্রে যথেষ্ট ঝুঁকি রয়েছে। অথচ নিরাপদযোগ্য স্কিম এটি। তার পাশাপাশি এখান থেকে উচ্চ হারে রিটার্ন পাওয়া সম্ভব। যেকোনো ব্যক্তি এই প্রকল্পে টাকা বিনিয়োগ করতে পারেন।
একেবারে ন্যূনতম প্রতি মাসে ১০০ টাকা বিনিয়োগ (Invest) পর্যন্ত করা যেতে পারে। আবার Post Office Scheme এ বিনিয়োগের ক্ষেত্রে কোনো উর্ধ্বসীমা নেই। যতটুকু সামর্থ্য ততটুকুই বিনিয়োগ করতে পারবেন এই প্রকল্পে।
শুধু তাই নয়, মেয়াদ পূর্তির পরে এই প্রকল্প থেকে যথেষ্ট ভালো পরিমাণে লাভ তুলতে পারবেন গ্রাহকেরা। এবার জেনে নেওয়া যাক, কোন স্কিম সম্বন্ধে বলা হচ্ছে।
Post Office Scheme Recurring Deposit:
এটি হল পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিম Post Office Recurring Deposit Scheme
পোস্ট অফিস RD Scheme-এ ন্যূনতম ১০০ টাকা প্রতি মাসে বিনিয়োগ করা যায়। কোনো উর্ধ্বসীমা নেই। প্রতি ৩ মাস পরে জমা টাকার উপরে সুদ দেওয়া হয়। ৩ মাস পর চক্রবৃদ্ধি হারে সেই সুদ নির্দিষ্ট একাউন্টে জমা হয়ে যায়। বর্তমানে পোস্ট অফিস RD স্কিমে ৫.৮% হারে সুদ দেওয়া হচ্ছে।
এলআইসি গ্রাহকদের জরুরি ঘোষণা, আদানি গ্রুপে শেয়ার বিপর্যয়ে পলিসি হোল্ডারদের কি করণীয়
পোস্ট অফিসের যেকোনো শাখায় যে কোনো ব্যক্তি গিয়ে RD Post Office Scheme- এর একাউন্ট খুলতে পারেন। জয়েন্ট একাউন্ট খোলা যায়। আবার তিনজন মিলেও জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যেতে পারে। অভিভাবকের পক্ষে যে কোনো নাবালক Post Office Scheme RD স্কিম খুলতে পারে। নাবালকের বয়স ১০ বছরের বেশি হলে তার নিজের নামেই পোস্ট অফিস RD স্কিমের একাউন্ট খোলা যেতে পারে।
এবার যদি কোনো ব্যক্তি প্রতি মাসে ১ হাজার টাকা করে ১০ বছর ধরে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ পূর্তির পরে দেড় লক্ষ টাকার বেশি তিনি পেয়ে যাবেন। ঠিক একই ভাবে প্রতিমাসে ১০ হাজার টাকা বিনিয়োগে ১০ বছর পর ১৬ লাখ টাকা পাবেন। নিয়মিতভাবে এই স্কিমে বিনিয়োগ করলে যথেষ্ট লাভ পাওয়ার সুযোগ রয়েছে।
Written by Rajib Ghosh.
মেয়ের বিয়ের জন্য লাখ লাখ টাকা পাবেন এই স্কীমে, কিভাবে আবেদন করবেন?