শুধুমাত্র স্যালারি নয় পেনশনেও দিতে হয় আয়কর (Pension Income Tax Calculator). অনেকের কাছেই এই আয়করের নিয়ম গুলো ভালো বোধগম্য নয়, তাই সহজ ভাষায় বুঝে নিন, আপনার মাসিক পেনশন (Pension Income Tax Calculator) কত হলে আয়কর দিতে হবে।
বিগত আরো কিছু বছরের বাজেটের তুলনায় এবছরের আয়কর আরো কিছু ছাড় দিয়েছে কেন্দ্রের সরকার। একটা সময়ের পর প্রত্যেককে আয় কীভাবে কোন পথে কতটা করবে সে নিয়ে যেমন প্রত্যেকে চিন্তিত থাকে, ঠিক তেমনই আয় শুরু করার পর, তার সাথে সমান গুরুত্বপূর্ণ জিনিস আয়কর। আর এই করদাতাদের প্রত্যকেই তাকিয়ে প্রত্যেক বছরের বাজেটের দিকে। সেখান থেকেই ধার্য হয় মোটামুটি আগামী বছরের মূল্যবৃদ্ধি থেকে আয়কর অনেকটা।
Pension Income Tax Calculator:
জানেন কী শুধুমাত্র বেতনভোগীরাই নয় পেনশনভোগীরাও আয়কর (Pension Income Tax Calculator) দেয়। এবছর নতুন তাদের জন্যই কী ঘোষণা করল সরকার! এবছর সরকারের ঘোষণা অনুযায়ী সাত লক্ষ অবধি আয়করা ব্যাক্তিদের কোনো ট্যাক্স দিতে হবেনা। বিগত আর্থিক বর্ষে ৫ লক্ষ অবধি আয়করে ছাড় দেওয়া ছিল।
লটারি জেতার গোপন সুত্র, নতুন কৌশলে টিকিট কাটুন, কোটি টাকা ঘরে আনুন।
সাতলক্ষ টাকার উপর ২৫০০০ টাকা ট্যাক্স ধার্য হয়েছে। এরপর আয়করের বিশেষ আইন অনুযায়ী তার উপর কিছু ছাড় দেওয়া হবে। এই আর্থিক বর্ষের নিয়ম অনুযায়ী স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা পাবেন আয়কর দাতারা (Income tax payer). যেকল পেনশনভোগীরা ৬৫,৫০০ টাকা পর্যন্ত মাসিক পেনশন পান তাদের কোনো কর দিতে হবেনা।
এই বছর রেশনে পাবেন না এই খাদ্য, মাথায় হাত গ্রাহকদের। বিস্তারিত দেখুন।
এই বাজেট নিয়ে দ্বিধাবিভক্ত অবশ্যই দেশবাসী। বেতনভোগী বা পেনশনভোগীদের ক্ষেত্রে অনেক সুবিধা আনলেও সরকার অন্যান্য করদাতাদের জন্য সেভাবে কোনো সুবিধাজনক ছাড় দেয়নি। নতুন কোনো প্রকল্পের কথাও ঘোষণা করেনি। বেতন পাওয়া ব্যাক্তি এবং পেনশনভোগীদের প্রায় পঞ্চাশ হাজার টা স্ট্যান্ডার্ড ডিডাকশনের কথা বলা হয়েছে। কর ছাড় দেওয়া হলেও সমস্ত করদাতাদের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য নয়।
বাজেট ঘোষণার পরই আজ থেকে বদলে গেল এই 6 টি নিয়ম, না জানলে হয়রানি বাড়বে।