টেটের দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউ WBBPE Primary TET Interview কবে, কখন, কোথায় হবে, কোন ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে, পরীক্ষা শুরুর আগে জেনে নিন।
প্রাথমিকের শিক্ষক নিয়োগের জন্য প্রথম পর্যায়ের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে। এবার WBBPE পর্ষদের তরফে টেটের ইন্টারভিউ প্রক্রিয়ার দ্বিতীয় পর্যায়ের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হলো।
পশ্চিমবঙ্গ শিক্ষা প্রাথমিক শিক্ষা পর্ষদের (WBBPE) তরফে জানানো হয়েছে, আগামী ১০ জানুয়ারি, ২০২৩ তারিখে দ্বিতীয় পর্যায়ের TET Interview নেওয়া হবে। যারা রেজিস্ট্রেশনের সময় ইন্টারভিউয়ের স্থান হিসেবে কলকাতাকে বেছে নিয়েছিলেন, তাদের মধ্যে থেকে ২৫০ জন চাকরিপ্রার্থীদের এই TET Interview তে ডেকে নেওয়া হচ্ছে।
বর্তমান ইন্টারভিউ প্রক্রিয়ায় যাতে কোনোরকম দুর্নীতির অভিযোগ না ওঠে, সেই দিকে লক্ষ্য রেখে পুরো ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হচ্ছে।
পর্ষদ চাইছে WBBPE TET Interview প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখতে।
কোনো চাকরিপ্রার্থী অযোগ্য বলে প্রমাণিত হলে তাকে ইন্টারভিউ বোর্ডের সামনে বসতে দেওয়া হবে না। প্রতিটি চাকরিপ্রার্থীকে মেল মারফত ইন্টারভিউয়ের সময় এবং স্থান জানিয়ে দেওয়া হবে। তাছাড়া পর্ষদের ওয়েবসাইটে কল লেটার দেওয়া থাকবে। সেখান থেকে চাইলে চাকরিপ্রার্থীরা ডাউনলোড করে নিতে পারবেন।
How to Download WBBPE Primary TET Interview Call Letter:
ইন্টারভিউ এর কল লেটার কিভাবে ডাউনলোড করা যাবে:
প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
তারপরে সেখানে Application for Recruitment, ২০২২ এ ক্লিক করতে হবে।
এরপর যে নতুন পেজ আসবে সেখানে PRIMARY TEACHER RECRUITMENT ২০২২ এ ক্লিক করতে হবে।
তারপর Print/Download Call Letter- এ ক্লিক করতে হবে।
এরপর Registration number এবং DOB দিয়ে ফিলাপ করতে হবে।
এবার Print/Call Letter- এ ক্লিক করে ইন্টারভিউ কল লেটারটি প্রিন্ট করে নিতে হবে।
ইন্টারভিউ এর সময় চাকরিপ্রার্থীদের কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে:
Primary TET Admit Card
WBBPE টেটের উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট।
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজের অ্যাডমিট কার্ড, মার্কশীট এবং সার্টিফিকেট।
BEd, D.El.ed/ D.ed এর মার্কশীট এবং সার্টিফিকেট।
Cast Certificate (যদি থাকে)
প্রাইমারী টেট ইন্টারভিউতে কোন ধরনের প্রশ্ন আসবে, কি কি সঙ্গে নেবেন? ক্লিক করুন
প্যারা টিচারের সার্টিফিকেট যা ইস্যু করেছেন DPO/SDO (যদি প্রয়োজন হয়)
ভোটার কার্ড, আধার কার্ড, এক কপি পাসপোর্ট সাইজ ফটো।
এই সমস্ত Document Self Attested Xerox Copy সহ ইন্টারভিউ বোর্ডের সামনে উপস্থিত হতে হবে।
Written by Rajib Ghosh.