সুইজ ব্যাঙ্কের কাল টাকা ফেরত আসুক আর নাই আসুক, সমবায় বাঙ্কের বেনামি অ্যাকাউন্ট এর টাকা এবার রাজ্যের হাতে আসতে চলেছে। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর এদিনই প্রথম প্রশাসনিক বৈঠক করেন তিনি। সেখানে তিনি দুয়ারে সরকার, কোভিড পরিস্থিতি এবং বাকি সব প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত শ্রমিকদের দুয়ারে সরকারের শিবিরে অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। এদিন তিনি বলেন, সমবায় ব্যাঙ্কগুলিতে অনেক বেনামি অ্যাকাউন্ট রয়েছে। অডিট করে দেখার পর সেই সব অ্যাকাউন্টের টাকা সরকারি কোষাগারে জমা করা হবে। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, প্রত্যেকটি সমবায় ব্যাঙ্কে অডিট হবে। বেনামি অ্যাকাউন্টের খোঁজ করা হবে। অনেকে ওই সব অ্যাকাউন্ট খুলে টাকা গচ্ছিত রাখে। সেই টাকা সরকারি কোষাগারে নিয়ে আসা হবে। তাই অবিলম্বে অডিট করতে সমবায়মন্ত্রী অরূপ রায়কে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।