স্টেট ব্যাংকের এই নতুন একাউন্টে (SBI Account Opening) কাটা হবে না অতিরিক্ত চার্জ, স্টেট ব্যাংকের এই চমৎকার পাঁচটি অ্যাকাউন্ট সম্মন্ধে জেনে নিন। এছাড়া এই সমত একাউন্ট এর কি সুবিধা এবং কিভাবে এই একাউন্ট খুলবেন, বিস্তারিত জানতে পুরো প্রতিবেদন পড়ুন।
5 types of Online SBI Account Opening with Zero Balance
সাধারণ মধ্যবিত্ত মানুষের টাকা জমানোর সেরা ভরসার জায়গা হল ব্যাংক। আমাদের সারা জীবনের উপার্জিত টাকা আমরা জমাই ব্যাংকে। আমরা ব্যাংকে গচ্ছিত টাকার বিনিময়ে পাই সুদ (Bank Interest). তবে ব্যাংকে টাকা জমা রাখার জন্য বা অন্যান্য সুযোগ পাওয়ার জন্য অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। আমাদের দেশের সর্ববৃহৎ ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Account). ভারতের অধিকাংশ মানুষের অ্যাকাউন্ট রয়েছে এই SBI ব্যাংকে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমন কিছু অ্যাকাউন্ট রয়েছে যেগুলি অত্যন্ত লাভ দায়ক। বিভিন্ন বয়স ও মানুষদের কথা মাথায় রেখে এই সেভিংস অ্যাকাউন্টগুলি (SBI Account Opening with Zero Balance) নিয়ে এসেছে স্টেট ব্যাংক। আজ আমরা স্টেট ব্যাংকের এমনই পাঁচটি অ্যাকাউন্ট সম্পর্কে জেনে নেব।
5 types of Online SBI Account Opening
- SBI Basic Savings Account
- SBI Small Savings Account
- SBI Regular Savings Account
- SBI Savings Account for Minors
- SBI Savings Plus Account
বেসিক সেভিংস অ্যাকাউন্টঃ
মূলত নিম্ন আয়ের মানুষদের কথা মাথায় রেখে এই অ্যাকাউন্টের পরিষেবা দিয়ে থাকে স্টেট ব্যাংক (State Bank of india). ছাত্র ছাত্রী ও নিম্ন আয়ের মানুষেরা KYC এর মাধ্যমে এই অ্যাকাউন্ট খুলতে পারেন। এই ধরনের অ্যাকাউন্টে চেক সুবিধা পাওয়া যায় না। তবে রয়েছে ডেবিট কার্ডের সুবিধা। এই ধরনের অ্যাকাউন্টে নূন্যতম ব্যালেন্স মেইনটেইন (Minimum balance in SBI account) করার প্রয়োজন হয় না।
স্মল সেভিংস অ্যাকাউন্টঃ
18 বছরের ঊর্ধ্বে ব্যক্তিরা এই অ্যাকাউন্ট খোলার যোগ্য। এই অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স রাখার প্রয়োজন হয় না। তবে যাদের বৈধ KYC নেই তারা সর্বোচ্চ 50 হাজার টাকা রাখতে পারেন SBI Small Savings অ্যাকাউন্টে। এই একাউন্ট করলে ডেবিট কার্ড (ATM cum Debit Card) প্রদান করা হয়ে থাকে এই অ্যাকাউন্টের সাথে।
রেগুলার সেভিংস অ্যাকাউন্টঃ
SBI Regular Savings Account খোলার জন্য প্রয়োজনীয় নথি (Aadhaar Card, PAN Card etc.) ও KYC জমা দেওয়া বাধ্যতামূলক। সব ধরনের ব্যাংকিং পরিষেবার সুবিধা পাওয়া যায় রেগুলার সেভিংস অ্যাকাউন্ট থেকে। এক্ষেত্রেও মিনিমাম ব্যালেন্স মেনটেইন করার প্রয়োজন হয় না।
সেভিংস অ্যাকাউন্টস ফর মাইনর্সঃ
এই অ্যাকাউন্ট মূলত পড়ুয়াদের জন্য। পেহেলা কদম, পেহেলি উড়ান ইত্যাদি ভাগ রয়েছে আবার এই ধরনের অ্যাকাউন্টে। সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পর্যন্ত রাখা যায় এই অ্যাকাউন্টে। দৈনিক খরচের দিক থেকে দু হাজার টাকার সীমাবদ্ধতা রয়েছে।
সেভিংস প্লাস অ্যাকাউন্টঃ
এই অ্যাকাউন্ট এর ক্ষেত্রে ন্যূনতম ব্যালেন্স রাখতে হয়। সব থেকে বড় কথা নির্দিষ্ট অ্যামাউন্টের পর এই অ্যাকাউন্টের টাকা পরিণত হয়ে যায় ফিক্সড ডিপোজিটে। অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট এর মতো সুদ পাওয়া যায়।
আরও পড়ুন, মহিলাদের জন্য LIC এর সেরা পলিসি। মাসে মাসে আপনি কিছু জমান বাকিটা দেবে সরকার।
SBI Account Opening online or offline
কেউ যদি উপরোক্ত যেকোনো একটি একাউন্ট খুলতে চান, তবে অনলাইনে বা নিকটস্থ SBI ব্যাংকের শাখায় গিয়ে যোগাযোগ করতে পারেন। বর্তমানে অনলাইনে আবেদন করেও স্টেট ব্যাংকে SBI Account Opening বা একাউন্ট খোলা যায়। তবে ভেরিফিকেশনের জন্য একবার অন্তত ব্যাংকে যেতেই হবে।
উপরোক্ত সমস্ত Online SBI Account Opening বা নতুন একাউন্ট খোলা নিরাপদ ও RBI অনুমোদীত। এছাড়া এই একাউন্ট থাকলে নিজের চাহিদা মতো Fixed Deposit ও Invest করতে পারবেন। তবে মনে রাখবেন, একাধিক স্টেট ব্যাংকে একাউন্ট থাকলেও আপনার CIF যেন একটিই হয়। নতুবা RBI এর নিয়ম ভঙ্গ হবে। তাই একাধিক CIF হলে, যেকোনো একটি ব্যাংকে গিয়ে সমস্ত CIF মার্জ করিয়ে নেওয়া ভালো। এই সংক্রান্ত আরও তথ্যের জন্য নিচে কমেন্ট করুন, অথবা আপনার ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন।
আরও পড়ুন, ব্যাংকে ঠিক কত টাকা রাখতেই হবে? জানিয়ে দিল RBI. অন্যথা হলেই বন্ধ হবে অ্যাকাউন্ট।
এই প্রতিবেদনের বিষয়বস্তুঃ
SBI Basic Savings Account, SBI Regular Savings Account, SBI Savings Account, SBI Savings Account for Minors, SBI Savings Plus Account, SBI Small Savings Account, স্টেট ব্যাঙ্ক, স্টেট ব্যাংক, সেভিংস একাউন্ট, SBI Account Opening, sbi, rbi, investment, interest rate, সুদের হার, minimum balance in sbi account, open sbi account online with zero balance, online sbi account statement, sbi account opening, open sbi account, open sbi account online, sbi account opening online, online sbi account opening, sbi account online login.