২০১৬ সাল থেকে মামলা চলছে, মহার্ঘ ভাতা (Dearness allowance) নিয়ে একবার স্যাট একবার হাইকোর্টের ঘরে বল যাচ্ছে। কিন্তু নিস্পত্তি হচ্ছে না, রায় ঘোসনা হলেও ডিএ (DA) ঘোষণা হচ্ছেনা। তবে এবার কিছুটা হলেও স্বস্তির খবর আসতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারী কর্মীদের জন্য। হ্যা, ঠিকই শুনেছেন পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারী কর্মীদের জন্য। আসলে এদ্দিন ডিএ খবর দেখলেই গভীর উৎসাহে খবরটি ক্লিক করতেই দেখা যেত হয়ত কেন্দ্রীয় কর্মীদের ডিএ কিম্বা কেন্দ্রীয় হারে অন্য রাজ্যের ডিএ ঘোষণা। কিন্তু এবার হয়তো সত্যি সত্যি রাজ্য সরকারী কর্মীরা ডিএ এর খবর পাচ্ছেন।
সুত্রের খবর নতুন বছরের আগেই ৫% মহার্ঘ ভাতা ঘোষণা হতে পারে। তবে নির্বাচন বিধি লাঘু থাকায় এই মুহূর্তে মুখে কুলূপ এঁটেছেন উপর মহলের কর্তারা। তবে এই ডিএ ঘোষণার কথা ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে জানা গেছে। তবেকি নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী পুজোর উপহার ঘোষণা করবেন? সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবার প্রশ্ন হচ্ছে ৫% ডিএ মানে কত টাকা? কর্মীদের বেসিকের ৫% হারে হিসাব হবে। যদি বেসিক ৩০,০০০ টাকা হয় তবে বর্ধিত ডিএ পাবেন আরো ১৫০০ টাকা। এবার সত্যি সত্যি ঘোষণা হলে রাজ্য সরকারী কর্মীদের জন্য সেটা হবে সত্যিই বড় উপহার।
আর বিস্তারিত আপডেট পেতে ইন্সটল করুন আমাদের অ্যাপ এখানে ক্লিক করুন