করোনা আবহে ডিএ ফ্রিজ করলেও ১১% বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া হয়েছে, গতমাস থেকেই যা কার্যকর হয়েছে। তবে জুলাই থেকে ডিসেম্বর এই সময়ে আর ৩% ডিএ ঘোষণার কথা শোণা যাচ্ছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সুত্রের খবর AICPI অনুযায়ী আরও ৩% ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারী কর্মীরা। এবং সবকিছু ঠিকঠাক থাকলে উৎসবের মৌসুমের আগেই ঘোষণা হবে। চালু হবে জানুয়ারি ২০২২ থেকে তবে সেপ্টেম্বরেই ৩% ডিএ ঘোষণা হতে পারে। অন্যদিকে রাজ্য সরকারী কর্মীরা একটি পেকমিশন কম এবং প্রায় ২৪% ডিএ কম পাচ্ছেন। প্রসঙ্গত ২০১৬ সাল থেকেই ডিএ নিয়ে মামলা চলছে রাজ্যে। কবে সেই মামলার শেষ হবে কেউ জানে না। কিন্তু মাসের পর মাস কম মাইনে পাচ্ছেন রাজ্যের কর্মীরা।