3% DA For Central Govt. Employees

করোনা আবহে ডিএ ফ্রিজ করলেও ১১% বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া হয়েছে, গতমাস থেকেই যা কার্যকর হয়েছে। তবে জুলাই থেকে ডিসেম্বর এই সময়ে আর ৩% ডিএ ঘোষণার কথা শোণা যাচ্ছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সুত্রের খবর AICPI অনুযায়ী আরও ৩% ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারী কর্মীরা। এবং সবকিছু ঠিকঠাক থাকলে উৎসবের মৌসুমের আগেই ঘোষণা হবে। চালু হবে জানুয়ারি ২০২২ থেকে তবে সেপ্টেম্বরেই ৩% ডিএ ঘোষণা হতে পারে। অন্যদিকে রাজ্য সরকারী কর্মীরা একটি পেকমিশন কম এবং প্রায় ২৪% ডিএ কম পাচ্ছেন। প্রসঙ্গত ২০১৬ সাল থেকেই ডিএ নিয়ে মামলা চলছে রাজ্যে। কবে সেই মামলার শেষ হবে কেউ জানে না। কিন্তু মাসের পর মাস কম মাইনে পাচ্ছেন রাজ্যের কর্মীরা।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment