PM Awas Yojana – ৩ কোটি মানুষকে প্রধানমন্ত্রী আবাস যোজনায় টাকা দিচ্ছে। পশ্চিমবঙ্গের মানুষ ও পাবে।

প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PM Awas Yojana (प्रधानमंत्री आवास योजना) নিয়ে কেন্দ্র সরকারের নয়া ঘোষণা। ৩ কোটি নতুন বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া হবে। তৃতীয়বার NDA সরকার গঠন হওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে এই নিয়ে মিলল প্রস্তাব। দেয়া হলো তাতে শিলমোহরও। প্রধানমন্ত্রী আবাস যোজনার এই নতুন উদ্যোগের মাধ্যমে উপকৃত হবেন গ্রামীন ও শহরাঞ্চল উভয় এলাকার মানুষেরাই।

Advertisement

PM Awas Yojana News List

আগামী কয়েক মাসের মধ্যেই ধীরে এসব মানুষের নাম নথিভুক্ত করে একাউন্টে টাকা দেওয়া শুরু করবে কেন্দ্র। এর মধ্যে কি বাংলার মানুষেরাও রয়েছে তালিকায়? কি জানা যাচ্ছে?
কেন্দ্রীয় সরকারের উল্লেখযোগ্য জনমুখী প্রকল্পগুলির মধ্যে আবাস যোজনা নাম বিশেষ উল্লেখযোগ্য। নরেন্দ্র মোদি প্রথম বার প্রধানমন্ত্রী হওয়ার পরই ২০১৫ সালে পি এম আবাস যোজনা চালু করেছিলেন।

Advertisement

এই প্রকল্পের উদ্দেশ্য ছিল একটাই, যারা দরিদ্র, বাস্তুহীন, অসহায়, তাদের পাকা বাড়ি তৈরি করে অবস্থার উন্নতি ঘটানো। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের (PMAY – G) দ্বারা গ্রাম এলাকায় এবং আবাস যোজনা আরবান (PMAY – U) এর দ্বারা শহর এলাকায় আলাদা আলাদা করে সুবিধা প্রদান করে কেন্দ্র। রাজ্যগুলিকে নির্দিষ্ট টাকার তহবিল পাঠিয়ে দেয় কেন্দ্র। রাজ্য আবার উপযুক্ত ব্যক্তিদের নির্বাচন করে একাউন্টে সেই টাকা ট্রান্সফার করে। এখনো পর্যন্ত মোট 4.21 কোটি বাড়ি আবাস যোজনার মাধ্যমে তৈরি করে দিয়েছে সরকার। যাতে মাথার উপর পাকা ছাদ পেয়ে উপকৃত হয়েছে তারা।

আবাস যোজনার ঘর

সম্প্রতি আরো ৩ কোটি বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেট। শীঘ্রই এর জন্য আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। তারপরেই পোর্টালে আবেদন জমা করে টাকা পেতে পারবেন উপযুক্ত ব্যক্তিরা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে গ্ৰামীণ এলাকায় এখনোও অবধি ৩ কোটি বাড়ি তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। আগামী পাঁচ বছরে আরো ২ কোটি বাড়ি তৈরি হবে বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবছর বাজেটেই। কিন্তু শহর এলাকায় পি এম এ ওয়াই ইউ এর মাধ্যমে মানুষ যথার্থ সুবিধা পাচ্ছেন না বলে খবর।

এজন্য গত বছর স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে বক্তৃতা দেওয়া কালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, “যে পরিবারের সদস্যরা শহরে থাকেন কিন্তু ভাড়া বাড়িতে থাকেন, বস্তিতে থাকেন, কলোনিতে থাকেন, তাঁরা এই সুবিধা পাবেন। এছাড়া মধ্যবিত্ত পরিবারগুলির সুবিধার জন্য আবাস যোজনায় নেওয়া গৃহঋণের সুদের উপর ত্রাণ দেওয়ারও ব্যবস্থা করেছি। তাতে পরিবারগুলির লক্ষ লক্ষ টাকা বাঁচবে।”

Advertisement

প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের লিস্ট ২০২৪

তাই এবারে আবাস যোজনার তিন কোটি বাড়ি তৈরিতে শহরে যাতে ঘাটতি কমিয়ে মানুষ সঠিকভাবে সুবিধা লাভ করতে পারেন সেই দিকে বিশেষ নজর দেবে সরকার।
আবাস যোজনার মাধ্যমে নতুন তিন কোটি মানুষকে বাড়ি তৈরির টাকা দেওয়া হলেও পশ্চিমবঙ্গ থেকে কেউ তা পাবেন কি? নাকি বাংলার মানুষ বঞ্চিত হবেন এবারেও? প্রধানমন্ত্রী আবাস যোজনা দেশের অন্যান্য রাজ্যের মানুষদের সঠিকভাবে সুবিধা পেলেও পশ্চিমবঙ্গের আবেদনকারীরা তা পাননি।

নতুন করে আবেদন করতে এখানে ক্লিক করুন

বারবার টাকার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েও কেন্দ্র কোন অর্থ বরাদ্দ করেনি এ রাজ্যের মানুষের জন্য। বাধ্য হয়েই মোট 47 লক্ষ বাড়ি রাজ্য সরকারকে বানাতে হয়েছে নিজের ভাঁড়ার খালি করেই। আরো ১১ লক্ষ বাড়ি বানানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু কেন্দ্রের তরফ থেকে আদৌ এ রাজ্যের মানুষ বাড়ি তৈরির টাকা পাবে কিনা সে বিষয় অনিশ্চিত। ডিসেম্বর মাসে নতুন আবাস যোজনার প্রথম কিস্তি প্রদান করা হবে বলে জানা গিয়েছে।
Written by Nabadip Saha.

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment