প্রভিডেন্ট ফান্ড বা Provident Fund অনেক ধরনের হয়ে থাকে। PPF, EPFO, GPF প্রভৃতি। তারমধ্যে EPF শুধুমাত্র চাকরিজীবীদের জন্য হয়ে থাকে। আর এই EPF এর টাকা নিয়ে বড় খবর। ইতিমধ্যেই ২৮ কোটি চাকরিজীবীদের একাউন্টে ঢুকলো টাকা! আর এর কারনেই ভোটের মধ্যেই কার্যত খুশিতে আত্মহারা সকলে। কেন্দ্রীয় সরকার (Central Government) মারফত ইতিমধ্যেই ঘোষণা করে বিষয়টি জানানো হয়েছে সকলকে। সেই সঙ্গে এও বলা হয়েছে যারা এখনো টাকা পাননি তাদের একাউন্টেও খুব শীঘ্রই Employees Provident Fund Organisation এর টাকা ঢুকে যাবে। বিষয়টি ঠিক কি, বিস্তারিত জেনে নিন।
EPF Payment Online in EPFO Member Portal
আপনি কি প্রভিডেন্ট ফান্ডে (EPFO Provident Fund) টাকা বিনিয়োগ করেছেন? এর মাধ্যমে সুদ পান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। ইপিএফও মারফত প্রতি বছর সুদ ট্রান্সফার করা হয় প্রত্যেক বিনিয়োগকারীর একাউন্টে। এবার সম্প্রতি শুরু হয়েছে ২০২৩ – ২৪ অর্থ বছরের সুদ (EPFO Interest) দেওয়া। আর এই টাকা সকলেই নিজেদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করে রাখেন।
শুধুমাত্র যে আমাদের দেশের সকল সরকারি কর্মীরাই এই প্রভিডেন্ট ফান্ডে (Provident Fund) টাকা জমা করেন এমনটা নয়। এখন বেসরকারি সংস্থায় কর্মরত বা নিজস্ব কোন কাজ করা এবং অনেক ক্ষেত্রে ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই প্রভিডেন্ট ফান্ডে (PF) টাকা জমা করেন নিজেদের ও নিজেদের পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য। তাদের ক্ষেত্রেও এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
EPFO জানিয়েছে, আগের বছর ৮.১৫% সুদে টাকা দেওয়া হয়েছিল গ্রাহকদের। এই বছর আরো ০.১০ শতাংশ সুদ বেশি দেওয়া হবে অর্থাৎ এই বছর ৮.২৫ শতাংশ পাবেন তারা। অনেকের একাউন্টেই টাকা ঢুকে গেছে। আপনিও টাকা পেলেন নাকি তা জানতে হলে নিম্নলিখিতভাবে চেক করে নিন। আর এই টাকা একেবারে সকলের একাউন্টে না ঢুকলেও চিন্তার কোন কারণ নেই সকলের একাউন্টে এই সুদ (Interest) ঢুকে যাবে।
How To Check EPF Payment online receipt?
- প্রথমে পোর্টালে ঢুকুন।
- UAN Number এবং পাসওয়ার্ড বসিয়ে Sign In বাটন ক্লিক করুন।
- নিজের পিএফ একাউন্ট (PF Account) সিলেক্ট করুন।
- View PF Passbook অপশনে ক্লিক করুন। আপনার ব্যালেন্স স্ক্রিনে (PF Balance Check) দেখাবে।
- যদি বর্তমান বছরের সুদ ঢুকে গিয়ে থাকে তবে নিচের রিসেন্ট ট্রানজেকশনে সেটি দেখাবে।
EPF Payment Status Check On Umang App?
১. প্রথমে অ্যাপটি ডাউনলোড করে নিন নিজের ফোনে।
২. অ্যাপ খুলে EPFO সেকশনে যান।
৩. একইভাবে ইউ এ এন নম্বর এবং পাসওয়ার্ড বসিয়ে Sign In করে নিন।
৪. আপনার প্রোফাইল খুলে যাবে এবং বর্তমান ব্যালেন্স সহ সেখানে সমস্ত তথ্য দেখাবে।
10 টাকা মাত্র 1 বছরে 4620 টাকা রিটার্ন দিয়েছে। আজই এই শেয়ার কিনে রাখুন।
উপরোক্ত পদ্ধতি গুলি ছাড়াও যে মোবাইল নাম্বার এর সঙ্গে আপনার ইপিএফওর ইউ এ এন নম্বর সংযুক্ত রয়েছে সেটি থেকে 7738299899 নম্বরে একটি এসএমএস পাঠিয়ে অথবা 011-22901406 নম্বরে মিসড কল দিয়ে আপনি নিজের ব্যালেন্স (EPF Balance Check) জানতে পারেন। আর এই সকল পদ্ধতির মধ্যে যে কোন একটির মাধ্যমে আপনারা নিজেদের টাকা চেক করে নিতে পারেন।
Written by Nabadip Saha.
ATM Card নিয়ে সতর্ক করলো রিজার্ভ ব্যাংক। না মানলে চোখের নিমেশে একাউন্ট ফাঁকা হবে।