ব্যাগ ভর্তি ১০, ২০ টাকার নোট। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্ম ফিলাপের জন্য টাকা নেওয়ার অভিযোগ। জলপাইগুড়িতে এবার দুয়ারে সরকার ক্যাম্প থেকে মহিলাকে গ্রেফতার করল পুলিস। আরও ২ অভিযুক্ত পলাতক। বিধানসভা ভোটের আগে মহিলাদের হাতখরচ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের নাম, লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যে ফের শুরু হয়েছে দুয়ারে সরকার। সেই ক্যাম্প থেকে এই প্রকল্পের ফর্ম দেওয়া হচ্ছে। ক্যাম্পগুলিতে যখন মানুষের ঢল নেমেছে, তখন ফর্ম ফিলাপের জন্য় টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এদিন শিলিগুড়ি শহরের শিবমঙ্গল স্কুলে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করতে যান পুরসভার প্রশাসকমণ্ডলীর প্রধান গৌতম দেব। এক যুবককে হাতেনাতে ধরে ফেলেন তিনি। ফর্ম-ফিলাপের জন্য টাকা নিচ্ছিল সে। এবার একই ঘটনা ঘটল জলপাইগুড়িতেও। বিষয়টি নজরে পড়ে যায় স্থানীয় কয়েকজন। তাঁরা যখন ঘিরে ধরে জেরা করতে শুরু করেন, তখন ওই মহিলা বলেন, সরকারি প্রকল্পের ফর্ম ফিলাপে সাহায্য নিতে হলে নাকি ২০-৩০ টাকা দিতে হয়! ঘটনাস্থলে পৌঁছয় রাজগঞ্জ থানার পুলিস। অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আরও ২ জন পালিয়েছে বলে জানা গিয়েছে। ভিডিয়ো ভাইরাল হতেই নড়চড়ে বসে প্রশাসন। নবান্ন থেকে বিবৃতি জারি করে জানানো হয়, জলপাইগুড়িতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দুর্নীতির অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।