রাজ্যের সরকারী স্কুলে এবার হবে নিয়মিত অনলাইন ক্লাস

করোনা পরিস্থিতিতে নিয়মিত ক্লাস বন্ধ থাকলেও, রাজ্য বিদ্যালয় শিক্ষাদপ্তর এক্টিভিটি টাস্ক, ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পড়ুয়াদের পঠনপাঠনে ব্যবস্থা করে আসছে। তবে এবার রুটিন মাফিক অনলাইন পড়াশোনা শুরু করার নির্দেশ এলো। প্রাথমিক ভাবে বাঁকুড়া জেলা থেকে এই কর্মসূচী শুরু হলেও, ধীরে ধীরে রাজ্য ব্যাপী এই নির্দেশিকা আসতে চলেছে। বাঁকুড়া জেলা বিদ্যালয় পরিদর্শকের নির্দেশিকায় বলা আছে চলতি মাসের 17 তারিখে জেলাভিত্তিক মিটিং হবে, এবং তারপর নির্দিষ্ট রুটিন ঠিক করতে হবে প্রত্যেক বিদ্যালয়কে। এরপর সকল শিক্ষকের অংশগ্রহণ এবং প্রত্যেক ক্লাসের প্রত্যেক বিষয়ে নিয়মিত পঠনপাঠন যাতে হয়, তার জন্য প্রত্যেক ক্লাস টিচারকে whatsapp গ্রুপ করে এবং google meet এর মাধ্যমে অনলাইন ক্লাস এবং স্টাডি ম্যাটেরিয়ালস, এবং এক্টিভিটি টাস্ক দিতে হবে। এবং প্রত্যেক সার্কেলের নোডাল অফিসার তার পর্যবেক্ষণ করবেন। প্রতি 15দিন অন্তর কত ক্লাস হলো, কতজন পড়ুয়া অংশগ্রহণ করলো তার রিপোর্ট পাঠাতে হবে।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment