কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা ঘোষণা

উৎসবের আগেই কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা ঘোষণা করল কেন্দ্র । বর্তমানে কর্মীরা ১৭ শতাংশ ডিএ পান। এই ঘোষণার পর থেকে কেন্দ্রীয় কর্মীরা ২৮% মহার্ঘ ভাতা পাবেন। আগামী সেপ্তেম্বর থেকে এই বর্ধিত বেতন পাবেন। সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী তিন বারের বকেয়া ভাতা একবারেই মিটিয়ে দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতিতে ২০২০ এর জানুয়ারি থেকে ডিএ ফ্রিজ ছিল। এবার সেপ্টেম্বরেই মিলতে চলেছে নতুন হারে বেতন। সুত্রের খবর গতবার ডিএ না দেওয়ায় ৩৭৫৩০ কোটি টাকা মজুদ হয়েছিল, করনাকালে আপদকালীন ভিত্তিতে। এবার তার সাথে মোট তিনবারের ডিএ ৩+৪+৪ = ১১% ডিএ একসাথে পাবেন কেন্দ্রীয় কর্মীরা।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment