অতিমারি পরিস্থিতিতে টিউশন ফি মকুব করল কলকাতা বিশ্ববিদ্যালয়৷ সেমিস্টার পরীক্ষার জন্য ফি দিতে হবে না ছাত্রদের৷ শুধু তাই নয়, বিনা মূল্যেই পাওয়া যাবে মার্কশিট৷ এদিন ওয়েবসাইটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে৷ তাতে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে সেমিস্টারের জন্য টিউশন ফি মকুব করা হল৷ কতগুলি সেমিস্টারের জন্য ফি মকুব করা হয়েছে, তা অবশ্য স্পষ্ট নয়৷ পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত ভাবে জানাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ তবে জানানো হয়েছে, মার্কশিটের জন্যেও ছাত্র-ছাত্রীদের কাছ থেকে কোনও টাকা নেওয়া হবে না৷ প্রসঙ্গত, কলেজে প্রথম বর্ষে ভর্তির জন্য যে ফি নেওয়া হয়, এই বছর প্রতিটি কলেজই তা মকুব করেছে৷ আজ আবেদনের শেষ দিন৷ যে যতগুলি কলেজেই আবেদন করুন না কেন, কেনও কলেজই ফি নেয়নি৷ সেখান থেকে একধাপ এগিয়ে শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয় জানাল, সেমিস্টারের জন্য ফি দিতে হবে না৷