উৎসশ্রী পোর্টাল চালুর একমাসের মধ্যেই প্রাথমিক এবং মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্তর মিলিয়ে বদলির সুযোগ পাওয়া শিক্ষকের সংখ্যা ছাড়াল ২০০০। শিক্ষক বদলির পোর্টাল উৎসশ্রী ৩১ জুলাই উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিকাশ ভবন সূত্রে খবর, শিক্ষকদের বাড়ির কাছে বদলি করার ব্যাপারে মুখ্যমন্ত্রীর ঘোষণাকে বাস্তবায়ন করতে তারা তৎপর। সেইমতো এগচ্ছে কাজকর্ম। জানা গিয়েছে, পোর্টালের মাধ্যমে বদলি পাওয়া প্রাথমিক শিক্ষকদের সংখ্যা ১৩০৮। আর ৮৯৫ জন মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকও বদলি হয়েছেন। স্কুল সার্ভিস কমিশন সূত্রে অবশ্য জানা গিয়েছে, তারা সোমবার পর্যন্ত ১১০০-এর আশপাশে বদলির সুপারিশ ছেড়ে দিয়েছে। বাকি সুপারিশগুলিও মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমে নির্দেশ আকার প্রকাশিত হয়ে যাবে। তখন এই ৮৯৫ সংখ্যাটি আরও বাড়বে। বিকাশ ভবন সূত্রে খবর, ২২,৩১৭টি আবেদন এখনও জমা পড়েছে। তার মধ্যে সহকারি শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ১৯,৯২০ জন। আর প্রধান শিক্ষক-শিক্ষিকা ৪৬৯ জন। ১,৪২৩ জন শিক্ষাকর্মীও আবেদন করেছেন। এখনও প্রায় ছ’হাজার আবেদন স্কুল সার্ভিস কমিশনের কাছে বিচারাধীন। সেগুলি থেকেও সুপারিশপত্র ছাড়া শুরু হচ্ছে। মিউচুয়াল ট্রান্সফারের মাধ্যমে বদলি পাওয়া শিক্ষক-শিক্ষিকার সংখ্যা অবশ্য সাধারণ বদলির তুলনায় অনেকটাই কম।