অবশেষে স্কুল খুলছে পশ্চিমবঙ্গে?

গত এক সপ্তাহ ধরে বিহারে চলছে প্রাইভেট ও সরকারী স্কুল। প্রথম দুদিন উপস্থিতি কম থাকলেও শেষের তিনদিন তুলনামুলক ভাবে উপস্থিতি বেড়েছে। নিউ নরমালে সবকিছু খুললেও ছাড় পায়নি স্কুল কলেজ ও সর্বসাধারণের জন্য লকাল ট্রেন। অন্যদিকে শিক্ষকেরাও চাইছেন স্কুল খুলে যাক। Social Media তে নিয়মিত trolling এর শিকার হছেন তারা। শিক্ষকদের বিভিন্ন মিটিঙে শিক্ষকেরাই আবেদন করছেন স্কুল যেন খুলে দেওয়া হয়। অন্যদিকে ভর্তি ও বিভিন্ন কারনে পহেলা সেপ্টেম্বর থেকে খুলছে কলেজ। স্কুল কি খুলে দেওয়া উচিৎ? মন্তব্য করবেন।

শেয়ার করুন: Sharing is Caring!

Leave a Comment